World Cup 2023: এগিয়ে আসছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। আগামী ৫ অক্টোবর ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতার বোধন হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে দেশের নানা প্রান্তের দশ স্টেডিয়াম। ১৪০ কোটি জনতার দেশে এই নিয়ে চতুর্থবার আয়োজিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup 2023)। তবে এই প্রথম সম্পূর্ণ প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাচ্ছে ভারত। ১৯৭৯ সালের পর এই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপের আসর বসছে একটি মাত্র দেশে। আয়োজনে কোনো রকম ফাঁক যাতে না থাকে তা সুনিশ্চিত করতে ব্যস্ত আয়োজক আইসিসি। জোরকদমে কাজ চালাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-ও।
২০১১ সালে শেষ যেবার ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো, সেবার ট্রফি জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াই। এরপর ২০১৫ এবং ২০১৯ সালে তীরে এসে তরী ডুবেছে ভারত। ফেভারিট হিসেবে শুরু করেও টুর্নামেন্টের শেষটা হয়েছে অন্ধকারে ডুবেই। এবার দেশের মাঠে কোনোরকম ভুলচুক করতে রাজী নন ভারতীয় ক্রিকেটাররা। বারো বছরের বিশ্বকাপ (ICC World Cup) খরা কাটাতে মরিয়া তারা। সদ্যই এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও একদিনের সিরিজে হারিয়েছে সহজেই। ভারতীয় শিবিরে অন্দরে ‘ফিল গুড’ পরিবেশের মাঝে কাঁটার মত বিঁধছে কেবল রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অফ ফর্ম।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
জাদেজার অফ ফর্ম চিন্তায় রাখছে দল’কে-

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অফ ফর্ম নিয়ে কপালে চিন্তার ভাঁজ রাহুল দ্রাবিড়ের। লাল বলের ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। টেস্ট র্যাঙ্কিং-এ রয়েছেন শীর্ষস্থানে। কিন্তু সাদা বলের ফর্ম্যাটে দীর্ঘসময় ভালো পারফর্ম্যান্স করতে পারেন নি জাদেজা। ২০২৩ সালে তিনি খেলেছেন ১৫টি একদিনের ম্যাচ। ১২ ইনিংসে মাত্র ২৭ গড়ে তাঁর সংগ্রহ ১৮৯ রান, সর্বোচ্চ ৪৫*। বল হাতেও সাফল্য পান নি জাদেজা (Ravindra Jadeja)। ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫টি উইকেট। সম্প্রতি এশিয়া কাপে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন। ৩ ইনিংসে করেন ২৫ রান, ৫ ম্যাচে পান ৬টি উইকেট। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন একদিনের ম্যাচের সিরিজেও ছন্দে ফিরতে পারেন নি তিনি। তিনটি ম্যাচ মিলিয়ে ৫১ রান এবং ৪ উইকেট যুক্ত হয়েছে তাঁর নামের পাশে।
বিশ্বকাপে লোয়ার অর্ডারে জাদেজাকে (Ravindra Jadeja) ব্যাট হাতে প্রয়োজন হবে ভারতীয় দলের। কিন্তু তিনি যদি আগামী কয়েকদিনের মধ্যে নিজের সেরা ফর্মে ফিরতে না পারেন তাহলে ভারতীয় একাদশ দুর্বল হয়ে পড়ার সমূহ সম্ভাবনা। ভারতের স্পিন সহায়ক উইকেটে বল হাতেও জাদেজাকে দরকার হবে টিম ইন্ডিয়ার। কিন্তু তাঁর বাম হাতি স্পিন যেভাবে সাবলীল ভঙ্গিতে সাম্প্রতিক অতীতে খেলতে দেখা গিয়েছে প্রতিপক্ষ ব্যাটারদের, বিশ্বকাপেও সেই চিত্র অব্যাহত থাকলে ভারতের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে উঠতে পারে। ‘মেন ইন ব্লু’ একাদশে জাদেজার আদর্শ বিকল্প হতে পারতেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনিও, যা ভাবনা বাড়িয়েছে অধিনায়ক রোহিত শর্মার।
অশ্বিন হতে পারেন ভারতের তুরুপের তাস-

স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পারফর্ম্যান্স চিন্তায় ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে সম্ভবত জাদেজাকেই সুযোগ দিয়ে দেখবেন কোচ দ্রাবিড় (Rahul Dravid), কিন্তু যদি তিনি সেই দুই ম্যাচে ব্যর্থ হন, তখন বাধ্য হয়েই বিকল্প রাস্তা খুঁজে নিতে হবে ভারতকে। অক্ষর প্যাটেল (Axar Patel) ছিটকে যাওয়ায় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ‘মেন ইন ব্লু’র বাজি হতে পারেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কোনো বড় প্রতিযোগিতা খেলবেন অশ্বিন। প্রায় দেড় বছর পর বিশ্বকাপের (ICC World Cup 2023) কথা মাথায় রেখে তাঁকে ফেরানো হয়েছে একদিনের ক্রিকেটে।
এশিয়া কাপের দলে অশ্বিনকে (Ravichandran Ashwin) রাখার কথা ভাবা হয়েছিলো, কিন্তু সাদা বলের ক্রিকেটের জন্য তিনি প্রস্তুত নন বলে বোর্ডকে জানিয়ে দেন অভিজ্ঞ ক্রিকেটার। কিছু ক্লাব ম্যাচ খেলে ছন্দে ফেরেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচে মাঠে নামতে দেখা যায় তাঁকে। দুটি ম্যাচেই ব্যাটিং-এর সুযোগ আসে নি। তবে বল হাতে অশ্বিন (Ravichandran Ashwin) বুঝিয়েছে সাদা বল হাতে মরচে পড়ে নি তাঁর দক্ষতাতে। দুই ম্যাচে নিয়েছেন চার উইকেট। এরমধ্যে দ্বিতীয় ম্যাচে ইন্দোরের মাঠে তিন উইকেট নিয়েছেন। ব্যাট হাতে নিজেকে দক্ষতার শিখরে নিয়ে যেতে প্রায় মাঝরাতে নেটে একাকী অনুশীলন করতেও দেখা গিয়েছে অশ্বিনকে। ২০১১ সালে তরুণ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন অশ্বিন। বারো বছর পর জীবনের শেষ বিশ্বকাপেও জয় দিয়েই শেষ করবেন তিনি? উত্তর রয়েছে সময়ের গর্ভে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur