World Cup 2023: আজ থেকে বারো বছর আগে বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শ্রীলঙ্কাকে হারিয়েছিলো টিম ইন্ডিয়া। সেই সাফল্যের বারো বছর সাত মাস পর আরও একবার বিশ্বকাপের আসরে সেই ওয়াংখেড়েতেই আজ শ্রীলঙ্কার মুখোমুখি ‘মেন ইন ব্লু।’ এবার অবশ্য ফাইনাল নয়, বরং রাউন্ড রবিন পর্বের সপ্তম ম্যাচে সম্মুখসমরে দুই শিবির। টুর্নামেন্টে বেশ ভালো জায়গায় রয়েছে ভারতীয় দল। তারা এর আগের ছয় ম্যাচের মধ্যে জিতেছে ছয়টিতেই। ব্যাটিং হোক বা বোলিং অথবা ফিল্ডিং-আশা জাগিয়েছে মাঠের পারফর্ম্যান্স। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থান খানিক নড়বড়ে। তারা ছয়টি ম্যাচ খেললেও জিতেছে মাত্র দুটি, হার চারটিতে। আজ ভারতের বিরুদ্ধে তাদের জিততেই হবে সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে গেলে।
Read More: World Cup 2023: মাদুশঙ্কার সুইংয়ের হদিশ না পেয়ে বোল্ড রোহিত শর্মা, বোল্ড হয়ে ফিরলেন প্যাভিলিয়নে !!
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস (Kusal Mendis)। দিনের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন দিলশান মাদুশাঙ্কা। ঘরের ছেলের ব্যর্থতায় খানিক মুষড়ে পড়েছিলো মুম্বইয়ের ক্রিকেটজনতা। তাঁদের উদ্যম ফিরিয়ে আনে শুভমান গিল (Shubman Gill) এবং বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। অনবদ্য ব্যাটিং করলেন দুজনেই। প্রথম ওভারে উইকেট খোয়ালেও কোহলি-গিল জুটির সুবাদে গুটিয়ে গেলো ভারত, বরং শুরু করে পালটা আক্রমণ। দুই তারকার পার্টনারশিপের প্রথমার্ধটায় বিরাট ছিলেন মারমুখী ভূমিকায়। খানিক সমঝে খেলছিলেন শুভমান। দ্বিতীয়ার্ধে আবার ভূমিকায় অদলবদল হয় তাঁদের। তখন ফিফথ গিয়ারে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বছর ২৪-এর তরুণ।
চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম পাঁচ ইনিংসে চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। আজ ষষ্ঠ ম্যাচে ফের সাবলীল ব্যাটিং করলেন শুভমান। দৃপ্ত ভঙ্গিতে এগোচ্ছিলেন নিজের কেরিয়ারের সপ্তম ওডিআই শতকের দিকে। কিন্তু শেষমেশ ভাগ্য সুপ্রসন্ন হলো না। দিলশান মাদুশাঙ্কার (Dilshan Madushanka) স্লোয়ার বাউন্সারে ব্যাট ছুঁইয়ে থার্ড ম্যানের দিকে ঠেলে বাউন্ডারি আদায় করে নেওয়ার পরিকল্পনা ছিলো তরুণ ওপেনারের। কিন্তু বলে যথেষ্ঠ গতি না থাকায় তা থার্ড ম্যানের দিকে যায় নি। বরং শুভমানের (Shubman Gill) ব্যাট স্পর্শ করে জমা পড়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দস্তানায়। ৯২ বলে ৯২ রান করেই থামতে হলো শুভমান গিলকে। বিশ্বকাপ (ICC World Cup) কেরিয়ারের প্রথম শতরান আর করা হলো না তাঁর। আজ নিজের ইনিংসকে ১১টি চার এবং ২টি ছক্কায় সাজিয়েছেন তিনি।