World Cup 2023: দেড় মাসের দীর্ঘ যাত্রা শেষে ফাইনালের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। দশ দলের হাড্ডাহাড্ডি লড়াই চাক্ষুস করার সুযোগ হয়েছে দুনিয়ার ক্রিকেটজনতার। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে মোট ৪৭ ম্যাচের শেষে বাকিদের পিছনে ফেলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। দাপুটে ক্রিকেট খেলে তারা নিশ্চিত করেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের টিকিট। সেখানেই রবিবার দুপুরে ফাইনাল খেলতে নামবে দুই শিবির। দুই দলই এর আগে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে। অজিরা খেতাব জিতেছে ৫ বার। বিশ্বকাপের সফলতম দল হিসেবে বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামবে তারা। অন্যদিকে ঘরের মাঠের জনসমর্থন থাকবে ভারতের সাথে। যা ভরসা যোগাবে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। যে ফর্ম চলতি টুর্নামেন্টে এখনও অবধি দেখিয়েছে টিম ইন্ডিয়া, তাতে ‘মেন ইন ব্লু’কে ‘ফেভারিট’ ধরছেন অনেকেই।
ভারত ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের (ICC World Cup) আঙিনায় বেশ পুরনো প্রতিদ্বন্দ্বী। বেশ কিছু রোমহর্ষক ম্যাচ ইতিপূর্বে বিশ্বকাপের বেশ কিছু সংস্করণে উপহার দিয়েছে তারা। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে যে পাঁচবার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, সেখানে অন্তত চারবার ভারতকে পরাজিত করেছে তারা। অন্যদিকে ভারতের জোড়া ট্রফি জয়ের যাত্রাপথেও অস্ট্রেলিয়ার বাধা অতিক্রম করতে হয়েছে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি’দের। এবারের বিশ্বকাপে নিজেদের যাত্রাপথের একদম শুরুতেই ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিলো একে অপরের। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিলো ভারতীয় ব্যাটিং লাইন আপ’কে। যদিও যাবতীয় ঝড়ঝাপ্টা সামলে টিম ইন্ডিয়া জেতে ৬ উইকেটে। রবিবাসরীয় আহমেদাবাদে গ্রুপ পর্বের ফলাফলের পুনরাবৃত্তি হয় নাকি বড় ম্যাচে বাজিমাত করে অস্ট্রেলিয়া, সকলের নজর এখন সেইদিকে।
Read More: World Cup 2023: খেলা পছন্দের মাঠে,তবুও ফাইনালের আগে নেতা রোহিতের চিন্তা বাড়াচ্ছে এই তিন বিষয় !!
World Cup- এ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পরিসংখ্যান-

- মোট ম্যাচ– ১৩
- ভারতের জয়– ০৫
- অস্ট্রেলিয়ার জয়– ০৮
- ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস– শিখর ধাওয়ান (১১৭), ওভাল, ২০১৯
- অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস– রিকি পন্টিং (১৪০*) ওয়ান্ডারার্স,২০০৩
- ভারতের হয়ে সেরা বোলিং– কপিল দেব (৫/৪৩), নটিংহ্যাম, ১৯৮৩
- অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং– কেন ম্যাকলে (৬/৩৯), নটিংহ্যাম, ১৯৮৩
World Cup-এর ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচগুলি এক নজরে-

- ১৯৮৩, নটিংহ্যাম- অস্ট্রেলিয়া ১৬২ রানে জয়ী
- ১৯৮৩, চেমসফোর্ড- ভারত ১১৮ রানে জয়ী
- ১৯৮৭, চেন্নাই- অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী
- ১৯৮৭, দিল্লী- ভারত ৫৬ রানে জয়ী
- ১৯৯২, ব্রিসবেন– অস্ট্রেলিয়া ১ রানে জয়ী
- ১৯৯৬, মুম্বই- অস্ট্রেলিয়া ১৬ রানে জয়ী
- ১৯৯৯, কেনিংটন ওভাল- অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী
- ২০০৩, সেঞ্চুরিয়ন- অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
- ২০০৩, জোহানেসবার্গ- অস্ট্রেলিয়া ১২৫ রানে জয়ী
- ২০১১, আহমেদাবাদ- ভারত ৫ উইকেটে জয়ী
- ২০১৫, সিডনি- অস্ট্রেলিয়া ৯৫ রানে জয়ী
- ২০১৯, লন্ডন- ভারত ৩৬ রানে জয়ী
- ২০২৩, চেন্নাই- ভারত ৬ উইকেটে জয়ী।
IND vs AUS একদিনের ম্যাচের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান-

- মোট ম্যাচ– ১৫০
- ভারতের জয়– ৫৭
- অস্ট্রেলিয়ার জয়– ৮৩
- অমীমাংসিত– ১০
- টাই– ০০
- ঘরের মাঠে ভারতের পরিসংখ্যান– ৩৩ জয়, ৩৯ হার
- অস্ট্রেলিয়ার মাঠে ভারতের পরিসংখ্যান– ১৪ জয়, ৩২ হার
- নিরপেক্ষ মাঠে পরিসংখ্যান– ভারতের জয়- ১০, অস্ট্রেলিয়ার জয়- ১২
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান– ৩৮৩/৬, বেঙ্গালুরু, ২০১৩
- ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান– ৩৮৯/৪, সিডনি, ২০২০
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বনিম্ন রান– ৬৩/১০, সিডনি, ১৯৮১
- ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান– ১০১/১০, পার্থ, ১৯৯১
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত রান– শচীন তেন্ডুলকর (৭১ ম্যাচে ৩০৭৭ রান)
- ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যক্তিগত রান– রিকি পন্টিং, (৫৯ ম্যাচে ২১৬৪ রান)
- ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশী শতরান– শচীন তেন্ডুলকর (৯)
- অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশী শতরান– রিকি পন্টিং (৬)
- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস– রোহিত শর্মা (২০৯), বেঙ্গালুরু, ২০১৩
- ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস– জর্জ বেইলি (১৫৬*), নাগপুর, ২০১৩
- ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট– কপিল দেব (৪১ ম্যাচে ৪৫ উইকেট)
- অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট– ব্রেট লি (৩২ ম্যাচে ৫৫ উইকেট)
- ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা বোলিং পারফর্ম্যান্স– মুরলী কার্তিক, (৬/২৭), মুম্বই, ২০০৭
- অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে সেরা বোলিং পারফর্ম্যান্স– কেন ম্যাকলে, (৬/৩৯), নটিংহ্যাম, ১৯৮৩