world-cup-fans-troll-sl-inning-vs-nz

World Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) ‘ডু অর ডাই’ ম্যাচে সম্মুখসমরে নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত করেছিলো কিউই ব্রিগেড। কিনতি তারপরের চার ম্যাচে একটানা হার ব্যাকফুটে ঠেলে দিয়েছে নিউজিল্যান্ডকে। একসময় সেমিফাইনাল নিশ্চিত মনে হলেও, এখন তা রয়েছে অনেক যদি-কিন্তু’র আড়ালে। আশা বাঁচিয়ে রাখতে হলে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে ব্ল্যাক ক্যাপস। সেই বিষয়ে দল যে ওয়াকিবহাল তা টসের সময় জানিয়ে দিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। একই সাথে বেঙ্গালুরুতে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। গোটা সপ্তাহ জুড়ে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। তাই লঙ্কান প্রতিপক্ষদের পাশাপাশি আবহাওয়ার খামখেয়ালিপনার কথাও মাথায় রাখতে হয়েছে ব্ল্যাক ক্যাপসদের।

পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ডুবেছিলো নিউজিল্যান্ড। সেই কথা স্মরণে রেখে আজ টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের জন্য জয় প্রয়োজন ছিলো শ্রীলঙ্কারও। কিন্তু যেভাবে ব্যাট করলেন অধিকাংশ তারকা, তা বিস্মিত করেছে ক্রিকেটজনতাকে। এক কথায় স্রেফ ‘হারাকিরি’ বলা চলে লঙ্কান ব্যাটিং স্ট্র্যাটেজিকে। কুশল পেরেরা (Kusal Perera) টম ল্যাথামের সৌজন্যে একবার জীবন ফিরে পাওয়ার পর বিশ্বকাপের (ICC World Cup 2023) দ্রুততম অর্ধশতক করলেন বটে, তবে পাশে পেলেন না কাউকেই। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews), সাদিরা সমরাবিক্রমা-আজ শ্রীলঙ্কা ইনিংস জুড়ে কেবল আসা-যাওয়ার খেলা।

Read More: World Cup 2023: মাথায় পড়লো বাজ, বিশ্বকাপ চলাকালীন ইস্তাফা অস্ট্রেলিয়া অধিনায়কের !!

টপ অর্ডারের ব্যর্থতায় ঢাকা পড়লো তীক্ষণার লড়াই-

Maheesh Theekshana | ICC World Cup 2023 | Image: Getty Images
Maheesh Theekshana | ICC World Cup 2023 | Image: Getty Images

কুশল পেরেরা’র পর দ্বিতীয় শ্রীলঙ্কান ব্যাটার হিসেবে খানিক প্রতিরোধের চেষ্টা করলেন নয়ে নামা মহেশ তীক্ষণা। এগারো নম্বর ব্যাটার দিলশান মাদুশাঙ্কাকে সাথে নিয়ে কিউই বোলিং-এর বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। ৩৩তম ওভারের মধ্যে ৯ উইকেট হারিয়ে বসেছিলো শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে তখন ছিলো ১২৮। সেখান থেকে রান সংখ্যা ১৭১ অবধি নিয়ে যেতে বড় ভূমিকা রাখলেন তীক্ষণা। আজ তিনি করেন ৯১ বলে ৩৯*। মাদুশাঙ্কার ব্যাট থেকে এলো ১৯। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ২টি করে উইকেট পেলেন। ৩ উইকেট পেলেন ট্রেন্ট বোল্ট’ও। ২টি উইকেট রচিন রবীন্দ্র’র। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে শেষ উইকেটের জুটি প্রায় ১৫ ওভার খেলায় চিন্তা নিঃসন্দেহে বাড়বে নিউজিল্যান্ডের।

মেন্ডিস, নিশাঙ্কা, আশালঙ্কাদের ব্যাটিং যেমন অবাক করেছে নেটিজেনদের, তেমন একই সাথে বিরক্ত’ও তাঁরা। ‘বিশ্বকাপের ম্যাচে এমন মানের ক্রিকেট আদৌ চলে?’ প্রশ্ন রেখেছেন এক নেটনাগরিক। ‘শ্রীলঙ্কার হতাশাজনক বিশ্বকাপ যাত্রার একটা হতাশাজনক পরিসমাপ্তি’ মন্তব্য আরও একজনের। ‘এত কিসের তাড়া ছিলো?’ ব্যাটিং ব্যর্থতাকে কটাক্ষ করে মন্তব্য আরও একজনের। আজ লঙ্কাবাহিনী জিতলে সেমিফাইনালের পথ প্রশস্ত হত পাকিস্তানের। তাদের ব্যাটিং দেখে অসন্তুষ্ট পাক সমর্থকেরাও। ‘শ্রীলঙ্কা চায়ই না পাকিস্তান সেমিফাইনাল খেলুক’ লিখেছেন একজন। ‘সবসময় অন্য দলের ভরসায় বসে থাকতে হলে হতাশাই জোটে’, সখেদে জানিয়েছেন আরও এক নেটনাগরিক। ‘আমরা আকাশ থেকে বৃষ্টি চেয়েছিলাম, কি এ তো উইকেটের বৃষ্টি হচ্ছে কেবল’ বেশ ভাইরাল হয়েছে এক পাকিস্তানী সমর্থকের ট্যুইট।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: বিশ্বকাপে বিধ্বস্ত হয়ে এবার ভারতীয়ের শরণাপন্ন ইংল্যান্ড দল, এই প্রাক্তন তারকাকে করছে কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *