world-cup-fans-react-to-rohit-dismissal-vs-sl

World Cup 2023: বারো বছর পর বিশ্বকাপের (ICC World Cup) আসরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। শেষ যখন ওডিআই বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিলো মুম্বইয়ের মাঠে, তখন লাসিথ মালিঙ্গা, কুমারা সাঙ্গাকারাদের হারিয়ে বিশ্বকাপের (ICC World Cup) ট্রফি জিতে নিয়েছিলো মহেন্দ্র সিং ধোনির ভারত। আজ অবশ্য ফাইনাল নয়, বরং রাউন্ড রবিন পর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। সামনে রয়েছে টানা সাত ম্যাচ জিতে লীগ শীর্ষে চলে যাওয়ার সুযোগ। অন্যদিকে এই খেলার গুরুত্ব অপরিসীম লঙ্কাবাহিনীর কাছে। গত ছয়টি ম্যাচের মধ্যে তারা হেরেছে চারটি, জিতেছে দুটিতে। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া একান্ত প্রয়োজন তাদের।

Read More: World Cup 2023: মাদুশঙ্কার সুইংয়ের হদিশ না পেয়ে বোল্ড রোহিত শর্মা, বোল্ড হয়ে ফিরলেন প্যাভিলিয়নে !!

টসে জিতেছে শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) রান তাড়া করতে নেমে দুর্ধর্ষ খেলতে দেখা গিয়েছে ভারতকে। সম্ভবত সেই কারণেই প্রতিপক্ষকে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। টসের সময় আবেগাপ্লুত দেখিয়েছিলো ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। ছোটোবেলা থেকে ওয়াংখেড়েতে খেলেই বড় হয়ে উঠেছেন তিনি। মুম্বইয়ের ভূমিপুত্র হিসেবে নিজের ঘরের মাঠে বিশ্বকাপের মত মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়া একটা বিশেষ অনুভূতি বলে সঞ্চালক রবি শাস্ত্রীর সামনে স্বীকার করেন হিটম্যান। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দেও ছিলেন রোহিত। ঘরের মাঠে, চেনা বাইশ গজে শ্রীলঙ্কার বিপক্ষে একটি বড় রানের ইনিংস খেলবেন তিনি, এমনটাই আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু হতাশ হলো তাঁদের। দুই বলের বেশী স্থায়ী হলো না ভারত অধিনায়কের ইনিংস।

দিলশান মাদুশাঙ্কার (Dilshan Madushanka) প্রথম বলটা ফাইন লেগের দিকে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। কিন্তু পরের বলেই বাজিমাত করেন লঙ্কান পেসার। অসামান্য একটি ডেলিভারিতে ফেরান হিটম্যানকে। ইনস্যুইং ভেবে খেলতে গিয়েছিলেন রোহিত, কিন্তু সেই মুহূর্তে কাঁটা বদলায় বল, উড়িয়ে দেয় তাঁর অফ স্টাম্প। ২ বলে ৪ রান করে ফেরায় কটাক্ষের সম্মুখীন হয়েছেন ভারত অধিনায়ক। ‘আজ অবধি দেখলাম না ঘরের মাঠে ভালো পারফর্ম করতে’ লিখেছেন জনৈক নেটিজেন। ‘সেই কোহলির উপরেই এবার ভরসা করতে হবে’ মন্তব্য আরও একজনের। ‘যত টুর্নামেন্ট এগোবে ভুলভ্রান্তিগুলো ততই চোখে পড়বে’ মন্তব্য আরও একজনের। রোহিত’কে বিঁধে এক নেটনাগরিকের মন্তব্য, ‘বড়াপাও খাওয়ার জন্যই চটজলদি উইকেট ছুঁড়ে এলন রোহিত।’ অসামান্য ডেলিভারিটির জন্য শুভেচ্ছা কুড়িয়েছেন মাদুশাঙ্কাও।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: জয় শাহ’র বড় খোলসা, এই খেলোয়াড়ের সুপারিশেই অধিনায়কত্ব পান MS ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *