World Cup 2023: সামনের কয়েকটা মাস ঠাসা ক্রীড়াসূচী রয়েছে ভারতীয় দলের সামনে। আপাতত ক্রিকেটাররা রয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচ টি-২০ খেলবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), শুভমান গিলরা (Shubman Gill)। তারপর রয়েছে আয়ারল্যান্ড সফর। অগস্টের ৩১ তারিখ শুরু হতে চলেছে এশিয়া কাপ। মহাদেশীয় টুর্নামেন্ট চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। আর অক্টোবরের ৮ তারিখ থেকে নামবে বিশ্বকাপের (ICC World Cup 2023) মহারণে। সবমিলিয়ে জমজমাট কয়েকটা মাস অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার জন্য।
২০২৩ সালে ভারতেই বসতে চলেছে বিশ্বকাপের আসর। বারো বছর পর বিশ্বখেতাব জেতার সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) সাথে এক আসনে বসার চ্যালেঞ্জ থাকছে রোহিত শর্মার (Rohit Sharma) সামনে। গত দশ বছর আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় জেতে নি ‘মেন ইন ব্লু’। গত বছরের টি-২০ বিশ্বকাপ হোক বা এই বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-পরাজয়ই জুটেছে কপালে।
দেশের দর্শকদের সামনে হতাশার ছবিটা বদলাতে বদ্ধপরিকর ক্রিকেটাররা। বিশ্বকাপের আলোচনার মধ্যে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়ার তারকাদের চোট-আঘাতের কথাও। গত কয়েকমাস ধরে ঋষভ পন্থ (Rishabh Pant), কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) মত ক্রিকেটারদের পাচ্ছে না ভারত। বিশ্বকাপেও তাঁরা খেলতে না পারলে, বিকল্প কারা হতে পারেন তা নিয়ে চলছে জল্পনা। ফাস্ট বোলার বুমরাহ’র বদলে বাংলার আকাশ দীপ’কে (Akash Deep) চাইছেন অনেকে।
Read More: WI vs IND: উইন্ডিজের সিরিজের জন্য ঘোষিত হলো ভারতের টি-২০ দল, একাধিক নতুন মুখকে সুযোগ দিলো BCCI !!
বুমরাহ’র বদলি হতে পারেন বাংলার আকাশ দীপ-
পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। গত বছর ইংল্যান্ডে চোট পান তিনি। খেলতে পারেন নি ২০২২-এর এশিয়া কাপ। বিশ্রামের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রত্যাবর্তনের চেষ্টা ছিলো তাঁর। তবে তাতে হিতে বিপরীত হয়। চোট বেড়ে যাওয়ায় তিনি ছিটকে যান টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে। এরপর আর মাঠে নামা হয় নি তাঁর।
শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ভারত। অনুপস্থিত থেকেছেন বুমরাহ (Jasprit Bumrah)। এমনকি আইপিএল বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নির্ভরযোগ্য পেসারকে পায় নি ভারতীয় দল। অস্ত্রোপচারের পর বর্তমানে রিহ্যাব চলছে তাঁর। সামনে রয়েছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ (World Cup 2023)। তবে বুমরাহের (Jasprit Bumrah) মাঠের ফেরার ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারে নি বিসিসিআই বা চিকিৎসকেরা।
বুমরাহ’র খেলা নিশ্চিত না হওয়ায় বিকল্পের সন্ধান করতে হচ্ছে ভারতীয় দলকে। দুই পেসার হিসেবে মহম্মদ শামি (Mohammed Shami) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যে থাকবেন তা এক প্রকার নিশ্চিত। তবে তৃতীয় ফাস্ট বোলার কে হবেন সেই নিয়ে চলছে জল্পনা। এর মধ্যে উমরান মালিক (Umran Malik) বা আর্শদীপ সিংদের (Arshdeep Singh) এই ভূমিকায় ব্যবহার করে দেখেছে ভারতীয় দল। কিন্তু বিশেষ সাফল্য পান নি দুজনেই। একদিনের ক্রিকেটে দুজনের ইকোনমি রেট যথাক্রমে ৬.৪৫ এবং ৬.৭৬। বিশ্বকাপের মত বড় মঞ্চে অতিরিক্ত রান খরচ করে বিপক্ষের হাতে ম্যাচের রাশ তুলে দিতে চাইছে না বিসিসিআই। সেই কারণেই তৃতীয় পেসার হিসেবে ভাবনায় উঠে এসেছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)।
কোহলির প্রিয়পাত্র আকাশ দীপ হতে পারেন ভারতের ট্রাম্প কার্ড-
১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর বিহারের দেহরিতে জন্ম আকাশ দীপের (Akash Deep)। তাঁর পিতা পেশাগত জগতে ছিলেন একজন শিক্ষক। পুত্রের ক্রিকেটার হওয়ার বাসনাতে প্রথমে সায় ছিলো না তাঁর। তবে ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় আকাশ দীপের। ক্রিকেটার হওয়াকেই জীবনের লক্ষ্যে পরিণত করেন তিনি। ক্রিকেটের টানেই বিহার ছেড়ে পা রাখেন কলকাতায়। বাংলার জার্সি গায়েই ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন তিনি। ঈশান পোড়েল (Ishan Porel) এবং মুকেশ কুমারের (Mukesh Kumar) সাথে আকাশ দীপ’ও (Akash Deep) বাংলার পেস বোলিং ত্রয়ীর অবিচ্ছেদ্য অংশ। গত কয়েক বছরে বাংলাকে দুই বার রঞ্জি ট্রফির ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছেন আকাশ দীপ।
বঙ্গ ক্রিকেটারের প্রতিভার দাম দিয়েছে আইপিএলও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ২০২২-এর মেগা নিলাম থেকে তাঁকে দলে নেয় ২০ লাখ টাকার বিনিময়ে। অনুশীলনে আকাশ দীপের (Akash Deep) বোলিং নজর কাড়ে স্বয়ং বিরাট কোহলিরও (Virat Kohli)। আইপিএলে এখনও অবধি ৭ ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন তিনি। বাংলার জার্সিতে প্রথম শ্রেণির ম্যাচে ৯০ উইকেট, লিস্ট-এ ম্যাচে ২৫ উইকেট এবং ঘরোয়া টি-২০তে ৩৯ উইকেট পেয়েছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক অভিষেকের স্বপ্ন দেখছেন আকাশ দীপ।