World Cup 2023: সেমিফাইনালে জিতেছে ভারতীয় দল। সেমির লড়াইয়ে ভারত ৩৯৮ রানের পাহাড় গড়ে তুললেও এক পর্যায়ে মনে হয়েছিল ম্যাচটি নিউজিল্যান্ড জিতে নেবে। এরপরই আগুনে মেজাজে ধরা দেন দলের তারকা পেসার মহম্মদ শামি। দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার ধ্বংস করে দেন তিনি। তার আগে ব্যাট হাতে শতরান করেন বিরাট কোহলি। এটা বিরাটের ৫০তম ওয়ানডে শতরান। এর ফলে শচীন তেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কিং কোহলি।
শামি ভারতীয় দলের হয়ে সেই প্রায় সবকটি উইকেট নেন যা এই ম্যাচ জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে পাঠিয়ে নিউজিল্যান্ডের প্রাথমিক ব্যাটিং অর্ডারকে সরিয়ে দেন শামি। এরপর কেন উইলিয়ামসন ৬৯ (৭৩) ও ড্যারিল মিচেল ১৩৪ (১১৯) কে প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন শামি। ড্যারিল মিচেল যেভাবে ক্রিজে ছিলেন তাতে মনে হচ্ছিল তিনি আরও বেশিক্ষণ থাকতে পারবেন। কিন্তু শামির বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন তিনি। এরপর শূন্য রানে এলবিডব্লিউ হন টম ল্যাথাম। শেষ ওভারে টিম সাউদি এবং লকি ফার্গুসনের উইকেট নিয়ে শামি তার ৭টি দুর্দান্ত উইকেট নেওয়ার কাজ পূর্ণ করেন।
এই ম্যাচে হওয়া কিছু রেকর্ড:
- নিজেদর ওয়ানডে কেরিয়ারের ৫০তম শতরান করলেন বিরাট কোহলি। এই শতরানের মাধ্যমে তিনি পিছনে ফেলে দেন শচীন তেন্ডুলকারকে।
- চলতি বিশ্বকাপে ৭১১ রান করে সবার ওপরে রয়েছেন তিনি। রানের তালিকায় তিনি সবার শীর্ষে।
- ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ৭ উইকেট নিয়ে অনেক রেকর্ড গড়েছেন মহম্মদ শামি। তার দুর্দান্ত খেলার জন্য তিনি কেবল প্লেয়ার অফ দ্য ম্যাচই পাননি, শামি ২৩ উইকেট নিয়ে ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।
- এই বিশ্বকাপে, শামি প্রাথমিক ম্যাচের বাইরে ছিলেন। তিনি ভারতের ১০টি ম্যাচের মধ্যে ৬টির অংশ ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে পেছনে ফেলেছেন তিনি। জাম্পার ৯ ম্যাচে ২২ উইকেট।
- ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়া বোলার হয়েছেন মোহাম্মদ শামি।
- এছাড়া চতুর্থবারের মতো এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি করলেন শামি। মিচেল স্টার্ক তিনবার এই কীর্তি করেছেন। ৪ বার ৫ উইকেট নিয়ে তাকে পেছনে ফেলেছেন শামি।