"ভারত সবথেকে মহান..." ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারত ভ্রমণ নিয়ে বড় বয়ান দিলেন ফখর জামান, জিতে নিলেন মন !! 1

বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আপাতত বিশ্বকাপে তিনটি দল সেমিফাইনালের জন্য কোয়ালিফায়ার করেছেন। উপস্থিত দল হিসেবে নিউজিল্যান্ড , পাকিস্তান এবং আফগানিস্তান সেমিফাইনাল খেলবে তা এখনো স্পষ্ট জানা যায়নি। গতকাল নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা দলের মধ্যে নিউজিল্যান্ড দলের দুরন্ত পারফরমেন্সে প্রায় এগিয়ে রয়েছে কিউই বাহিনী। অন্যদিকে আগামীকাল পাকিস্তান দল মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। যেখানে এই মেগা ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচ জিতলেই ভারতীয় দলের সঙ্গে সেমিফাইনাল খেলতে পারবে পাকিস্তান।

Read More: IPL 2024: ২০২৪ আইপিএলে RCB’র হয়ে খেলতে চলেছেন রচিন রবীন্দ্র, নিজেই করলেন তথ্যের ফাঁস !!

ভারত’কে নিয়ে বড় বয়ান দিলেন ফখর

Fakhar Zaman , world cup 2023
Fakhar Zaman | Image: Getty Images

আগামীকাল ইডেন গার্ডেন্সে দুই দল মুখোমুখি হওয়ার আগেই পাকিস্তানি ওপেনার ফখর জামান (Fakhar Zaman) ভারতে এসে কাটানো সময় নিয়ে বড় বয়ান দিলেন। মূলত বিশ্বকাপ খেলতে ভারতে আসার পরেই বেশ উচ্ছাসিত হয়েছিলেন ফখর। এবার ভারতকে নিয়ে বড় বয়ান দিলেন ফখর, মন্তব্য করে তিনি বলছেন, “ভারত হলো ক্রিকেট খেলার সবথেকে ভালো জায়গা।”

বর্তমানে বেশ ফর্মে রয়েছেন পাকিস্তানের ফখর জামান। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলার পর তাকে বেশ কিছু ম্যাচের জন্য বসিয়ে রাখা হয় এবং দলে ফিরে এসে শতরান হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১০৯.৫ গড়ে ২১৯ রান বানিয়েছেন ফখর। এমনকি তাকে নিয়ে আশাবাদী ক্যাপ্টেন বাবর আজম।

ফখরের উপর আশাবাদী বাবর

বিশ্বকাপের (World Cup 2023) সেমিফাইনালে পৌঁছাতে ফখরের থেকে বড় অবদান চাইছেন ক্যাপ্টেন বাবর। ফখর মন্তব্য করে জানিয়েছেন, “বেশ কিছু বিষয়ের কথা মাথায় রাখতে হবে আমাদের। পার্টনারশিপের দিকে নজর দিতে হবে। কোন প্লেয়ার ক্রিজে কতক্ষণ থাকবে, তার করণীয় কি সবকিছুই আমাদের মনে রাখতে হবে। আমি ফখর জামানের উপর আশাবাদী, যদি উনি ২০-৩০ ওভার ব্যাট করতে পারেন, তবে আমরা বড় রানের লক্ষ্যে পৌঁছতে পারি। তার পরে রিজওয়ান, ইফতিকার রয়েছে। কালকের ম্যাচের জন্য আমাদের গেমপ্ল্যান তৈরি রয়েছে।” যদিও পাকিস্তানের কাছে সেমিফাইনালে কোয়ালিফাই করাটা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।

Read More: World Cup 2023: আফগানিস্তানের রেসে লাগলো ব্রেক, চলতি বিশ্বকাপ থেকে গেল ছিটকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *