WI vs IND: ‘অলরাউন্ডার’ তিলক বর্মার আত্মপ্রকাশ ফ্লোরিডার বাইশ গজে, ব্যাটে-বলে মাঠ মাতালেন তরুণ ক্রিকেটার !! 1

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও একদিনের সিরিজে হারালেও ক্যারিবিয়ান সফরের শেষটা সুখের হলো না টিম ইন্ডিয়ার জন্য। পাঁচ ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (WI vs IND) টি-২০ সিরিজে ৩-২ হারতে হলো ভারতকে। প্রথম দুই ম্যাচে ত্রিনিদাদ এবং গায়ানার মাঠে ‘মেন ইন ব্লু’কে যথাক্রমে ৪ রান এবং ২ উইকেটের ব্যবধানে পিছনে ফেলেছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran), রোভম্যান পাওয়েলরা (Rovman Powell)। এরপরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে লড়াইতে ফিরলেও নির্ণায়ক টি-২০’র চাপ সামলাতে পারলেন না ভারতের তরুণ ক্রিকেটাররা। গতকাল ফ্লোরিডার ফোর্ট লডারহিলের মাঠে ২ ওভার বাকি থাকতেই ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় উইন্ডিজ।

গত বছরের টি-২০ বিশ্বকাপে ভারতের ফল আশানুরূপ হয় নি মোটেই। ভালো শুরু করেও সেমিফাইনালের গেরো কাটিয়ে এগোতে পারেন নি কোহলি, রোহিতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজয়ের পরেই কুড়ি-বিশের খেলার খোলনলচে বদলে ফেলার পথে হাঁটতে দেখা গিয়েছে বিসিসিআই-কে। দলের সিনিয়রদের অব্যাহতি দিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণদের টি-২০তে জায়গা করে দেওয়া হয়েছে। লক্ষ্য ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও টি-২০ দলে তারুণ্যকে প্রাধান্য দিলেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। সেই স্ট্র্যাটেজি অবশ্য ব্যুমেরাং হয়ে ফিরলো ভারতের দিকেই। সঞ্জু স্যামসন, ঈশান কিষণ, শুভমান গিল-ধারাবাহিকতা দেখাতে পারেন নি কেউই। ব্যতিক্রম তিলক বর্মা (Tilak Varma)। প্রথম কয়েকটি ম্যাচে ব্যাটিং মাহাত্ম্য প্রমাণের পর গতকাল তিনি বোঝালেন বোলিং-এও ঘাতক হতে পারেন তিনি।

Read More: WI vs IND: ‘মাঝে মাঝে হারা ভালো…’, ক্যারিবিয়ানদের কাছে লজ্জার হারের পর অদ্ভুত যুক্তি হার্দিক পান্ডিয়ার !!

ধারাবাহিকতার অন্য নাম তিলক বর্মা-

Tilak Varma | WI vs IND | Image: Getty Images
Tilak Varma | WI vs IND | Image: Getty Images

বছর কুড়ির তিলক বর্মা (Tilak Varma) সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটমহলে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) জার্সিতে মরসুমের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৮৪ রান। এরপরে গোটা মরসুম জুড়েই একের পর এক চোখধাঁধানো ক্যামিও ইনিংস খেলতে দেখা গিয়েছে তাঁকে। বয়সে নবীন হলেও বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হয়েছেন কোনোরকম সংকোচ ছাড়াই।  ২০২৩-এর আইপিএলে প্রায় ৪৩ গড়ে তিলক বর্মার সংগ্রহ ছিলো ১১ ম্যাচে ৩৪৩ রান। হায়দ্রাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেটেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। লিস্ট-এ, অর্থাৎ ঘরোয়া একদিনের খেলায় ২৫ ম্যাচে ১২৩৬ রান রয়েছে তিলক বর্মার (Tilak Varma) । ব্যাটিং গড় ৫৬.১৮। সমগ্র টি-২০ কেরিয়ারে তিলক বর্মার (Tilak Varma) ব্যাট থেকে এসেছে ৪৭ ম্যাচে ১৪১৮ রান। ব্যাটিং গড় ৩৮-এর আশেপাশে। স্ট্রাইক রেট ১৪২.৫১।

তিলকের ধারাবাহিকতা তাঁকে এনে ফেলেছিলো জাতীয় দলের রেডারে। ওয়েস্ট ইন্ডিজের বনাম ভারত (WI vs IND) টি-২০ সিরিজেই প্রথমবার টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা হয়েছিলো তাঁর। ত্রিনিদাদের প্রথম ম্যাচেই মেলে সুযোগ। তাকে দু হাত দিয়ে আঁকড়ে ধরেন বাঁ-হাতি ব্যাটার। কেরিয়ারের প্রথম দুই স্কোরিং শট হিসেবে জোড়া ছক্কা দেখা গেলো তাঁর ব্যাটে। প্রথম দুই ম্যাচে ভারত হারলেও নজর কেড়েছিলো তিলকের (Tilak Varma) ৩৯ এবং ৫১ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে দলের জয়ে অন্যতম ভূমিকা নেন তিনি। অপরাজিত থাকেন ৪৯ রান করে। চতুর্থ ম্যাচে বিশেষ ব্যাটিং-এর সুযোগ ছিলো না তাঁর সামনে। চতুর্থ ম্যাচেও ঝকঝকে ২৭ রানের ইনিংস খেললেন তিনি। অবিশ্বাস্য এক ডাইভিং ক্যাচে রস্টন চেজ (Roston Chase) তাঁকে না ফেরালে আরও দীর্ঘায়িত হতেই পারত তিলকের ইনিংস।

বোলিং-এ নজর কাড়লেন তিলক-

Tilak Varma | WI vs IND | Image: Twitter
Tilak Varma | WI vs IND | Image: Twitter

কেবল ব্যাটার নয়, বোলিং বিকল্প হিসেবেও ভারতীয় দলের ভাবনায় যে তিলক বর্মা (Tilak Varma) রয়েছেন তা পঞ্চম টি-২০’র আগে জানিয়েছিলেন বোলিং কোচ পরশ মামরে (Paras Mhambrey)। তিলক ও যশস্বী জয়সওয়ালের বোলিং প্রসঙ্গে তিনি বলেন, দলের পারফর্ম্যান্সে অবদান রাখার মত কাউকে পাওয়া গেলে তা খুবই ভালো ব্যাপার আমি অনুর্দ্ধ১৯ ক্রিকেট থেকে যশস্বী আর তিলককে বোলিং করতে দেখছি আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার ক্ষমতা রয়েছে ওদের খুব শীঘ্রই ওদের অন্তত এক ওভার হলেও বল করতে দেখতে পাওয়া যাবে সেইমত দুজনের হাতেই বল তুলে দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরানদের সৌজন্য ভারতের হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও নিজের বোলিং বিকল্প পরখ করে নিতে পিছু হটলেন না তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে শুরুটা করেছিলেন দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে, আর বল হাতেও দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট তুলে নিলেন তিলক বর্মা (Tilak Varma)। ক্রিজে থিতু হয়ে যাওয়া নিকোলাস পুরানকে (Nicholas Pooran) ফেরালো তাঁর স্লো অফস্পিন। ১৪তম ওভারে তিলককে বোলিং-এর সুযোগ দিয়েছিলেন অধিনায়ক। ওভারের দ্বিতীয় বলে রিভার্স স্যুইপ মারতে যান পুরান। বল ব্যাটের কোণ স্পর্শ করে জমা হয় ব্যাকওয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো হার্দিকের হাতে। বৃষ্টির বিরতি্র পর ফের খেলা চালু হতেই আঘাত হানেন তিলক (Tilak Varma)। ম্যাচে ২ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে  ১ উইকেট তাঁর ঝুলিতে। বর্তমানে সাদা বলের খেলায় ভারতীয় দলে পার্ট-টাইমারের অভাব যথেষ্টই। সেক্ষেত্রে তিলকের স্পিন বোলিং তাঁর সামনে খুলে দিতে পারে বিশ্বকাপের দরজা।

দেখে নিন তিলক বর্মার উইকেট নেওয়ার ভিডিও-

Also Read: WI vs IND: উইন্ডিজ সিরিজের সাথে সাথে শেষ হলো এই ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ার, ফের সুযোগ দেবেন না অধিনায়ক হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *