WI vs IND: পৃথ্বী শ-এর পথেই হাঁটছেন এই তরুণ ক্রিকেটার, শীঘ্রই টিম ইন্ডিয়া থেকে পড়বেন বাদ !! 1

WI vs IND: ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত (WI vs IND)। ক্যুইন্স পার্ক ওভাল মাঠে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (Kriagg Braithwaite)। প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে সমস্যায় পড়েছিলো স্বাগতিক দেশ। সেই কারণেই সিদ্ধান্তে বদল ব্রেথওয়েটের। ডোমিনিকায় ব্যাট হাতে সফল হয়েছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ত্রিনিদাদেও সেই সাফল্যের ধারা ধরে রাখলেন দুজনে। ১৩৯ রান এলো ওপেনিং জুটিতে। অর্ধ-শতরান করলেন দুজনেই।

ইংল্যান্ডের বহুচর্চিত বাজবলের ছোঁয়া দেখা গেলো বৃহস্পতিবার ভারতের খেলায়। প্রথম সেশনে ঝোড়ো ব্যাটিং করেন রোহিত ও যশস্বী। লাঞ্চের আগেই ১২১ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। দিনের দ্বিতীয় সেশনে ম্যাচে ফেরে উইন্ডিজ। ব্যক্তিগত ৫৭ রানের মাথায় সাজঘরে ফেরেন যশস্বী। এরপর অল্প রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় ভারত। ৮০ রান করে আউট হন রোহিত শর্মা। সাফল্য পান নি শুভমান গিল (Shubman Gill) এবং অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। চাপে পড়ে যাওয়া টিম ইন্ডিয়া ইনিংসকে স্থিরতা দেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রবীন্দ্র জাদেজা। হোল্ডার, রোচ, গ্যাব্রিয়েল, ওয়ারিকানদের মোকাবিলা করে দিনের শেষে ভারতকে পৌঁছে দেন ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রানে। যশস্বী, রোহিত, কোহলিদের সাফল্যের দিনে ‘মেন ইন ব্লু’র চিন্তা বাড়িয়েছে শুভমান গিলের (Shubman Gill) ফর্ম।

Read More: WI vs IND: ত্রিনিদাদের বাইশ গজে ‘কিং কোহলি’ ঝড়, শতকের ঔজ্জ্বল্যে আলোকিত ৫০০তম ম্যাচ !!

আবারও ব্যর্থ হলেন শুভমান গিল-

Shubman Gill | WI vs IND | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

গত কয়েক মাসে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স দেখা গিয়েছিলো তাঁর থেকে। টেস্ট-একদিনের ম্যাচ-টি ২০, তিন ফর্ম্যাটেই ঝড় তুলেছিলেন তিনি। অস্ট্রেলিয়া, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটেও স্পর্শ করেন তিন অঙ্কের রান। কিউইদের বিপক্ষে এসেছিলো টি-২০ শতরানও। আইপিএলেও অনবদ্য ক্রিকেট খেলেছিলেন তিনি। ১৭ ম্যাচে ৮৯০ রান করে জিতেছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘কমলা টুপি।’ করেন ৩টি শতরানও। ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন শুভমান (Shubman Gill)। আসন্ন বিশ্বকাপেও তাঁর পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

কিন্তু আইপিএলের পরে শুভমানের (Shubman Gill) ফর্মের গ্রাফ আচমকাই পড়তির দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ১৩ এবং ১৮। প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডকে ‘জাজমেন্ট’ দিতে গিয়ে ভেতরে আসা বলে বোল্ড হন তিনি। দ্বিতীয় ইনিংসে বোল্যান্ডের (Scott Boland) বলেই ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন তিনি। এই ক্যাচ নিয়ে যদিও বিতর্ক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডোমিনিকায় সুবিধা করতে পারেন নি তিনি। অনভ্যস্ত তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬ রান করে অ্যালিক অ্যাথানাজের হাতে ধরা পড়েন জোমেল ওয়ারিকানের বলে। ভাগ্য বিশেষ সুপ্রসন্ন হলো না ত্রিনিদাদেও। কেমার রোচের (Kemar Roach) সেই ভিতরে আসা বলেই খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। করেন ১২ বলে মাত্র ১০ রান।

পৃথ্বী শ-এর মতই বাদ পড়তে পারেন শুভমান-

Shubman Gill | WI vs IND | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

২০১৮ সালে টিম ইন্ডিয়ার যে অনূর্দ্ধ-১৯ দল বিশ্বকাপ জিতেছিলো সেই দলের সদস্য ছিলেন শুভমান গিল (Shubman Gill)। ২০১৮-র বিশ্বজয়ী দলের অধিনায়ক পৃথ্বী শ’এক প্রথমে জাতীয় দলে সুযোগ দিয়েছিলো বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতরান করে দুর্দান্তভাবে সিনিয়র আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা করেছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। কিন্তু সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তিনি। একের পর এক ব্যর্থতা চাপ বাড়িয়েছিলো তাঁর উপরে। ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর লাল বলের ফর্ম্যাট থেকে বাদ পড়েন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২১ সালে একদিনের সিরিজে শেষ মাঠে নেমেছিলেন তিনি। ২০২১ সালেই জাতীয় দলের হয়ে প্রথম ও একমাত্র টি-২০ খেলার সুযোগ পেয়েছিলেন পৃথ্বী। শূন্য রান করে সাজঘরে ফেরায় ক্ষুদ্রতম ফর্ম্যাটেও দরজা বন্ধ হয় তাঁর সামনে।

দুই বছর ধরে নিরন্তর প্রয়াসের পরেও টিম ইন্ডিয়ার একাদশে জায়গা হয় নি পৃথ্বীর। তাঁর অনুর্দ্ধ-১৯ সতীর্থ শুভমানের (Shubman Gill) ভবিতব্যও হতে পারে একই রকম। যশস্বী জয়সওয়ালের জন্য ইতিমধ্যেই টেস্টে ওপেনিং স্লট ছাড়তে হয়েছে শুভমানকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) বাদ পড়েছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে দলীপ ট্রফির মঞ্চে ইতিমধ্যেই শতরান করে ফুরিয়ে যান নি তিনি। আগামী সফরে ফিরতে পারেন তিনিও। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পথে কে এল রাহুল (KL Rahul)। ফলে টেস্ট দলে জায়গা টিকিয়ে রাখা দুরহ হতে পারে শুভমানের জন্য। উইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের খেলায় শুভমান (Shubman Gill) ব্যর্থ হলেও সাদা বলের ফর্ম্যাটেও প্রশ্ন উঠতে পারে পাঞ্জাবের তরুণকে নিয়ে।

Also Read: WI vs IND: “তুমিই সেরা গুরু…”, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন বিরাট কোহলি, বন্দনায় টুইটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *