WI vs IND: গত ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ঋষভ পন্থ (Rishabh Pant) আহত হওয়ার পর ভারতীয় টেস্ট দলের উইকেটরক্ষক কে হবেন তা বাছতে রীতিমত সমস্যায় পড়তে দেখা গিয়েছিলো টিম ম্যানেজমেন্টকে। কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পছন্দের তালিকায় ছিলেন না অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা। বয়সের দোহাই দিয়ে আগেই তাঁকে বাদ দিয়েছিলেন দ্রাবিড়। ঘরোয়া প্রতিযোগিতা এবং আইপিএলে ভালো পারফর্ম করলেও টিম ইন্ডিয়াতে ফেরানো হয় নি ঋদ্ধিমানকে (Wriddhiman Saha)। বদলে অন্ধ্রপ্রদেশের কে এস ভরতকে সুযোগ দিয়ে দেখেছিলো দল। বর্ডার-গাওস্কর ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্টাম্পের পিছনে নিজেকে মেলে ধরতে পারেন নি ভরত (KS Bharat)। ৫ টেস্টে করেন মাত্র ১২৯ রান। একাধিক সহজ ক্যাচ ফস্কান দস্তানা হাতে।
দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বর্ডার-গাওস্কর ট্রফির দলে ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। কিন্তু মাঠে নামার সুযোগ পান নি। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁকে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ফের রিজার্ভ বেঞ্চেই অবশ্য ঠাঁই হয়েছিলো ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের। তবে পাঁচ টেস্টে কে এস ভরতের লাগাতার ব্যর্থতা আচমকাই কায়ারিবিয়ান সফরে ঈশানের (Ishan Kishan) সামনে খুলে দেয় টেস্ট দলের দরজা। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টেস্টে অভিষেক হয় তাঁর। ৩০৭ নম্বর ভারতীয় টেস্ট ক্যাপ মাথায় চাপিয়ে স্টাম্পের পিছনে নির্ভরতা দিয়েছিলেন তিনি। আর ত্রিনিদাদে ব্যাট হাতে জাত চিনিয়ে টেস্ট দলে নিজেকে প্রতিষ্ঠিত করে নিলেন দ্বিতীয় ম্যাচে।
Read More: WI vs IND: টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতক ঈশান কিষণের, ‘বন্ধু’ পন্থকে কৃতিত্ব দিলেন ভারতীয় উইকেটরক্ষক !!
স্টাম্পের পিছনে ভরসা দিচ্ছেন ঈশান-
ডোমিনিকাতেই দস্তানা হাতে তাঁর দক্ষতা প্রমাণ করেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan) । অভিষেক টেস্টের শুরুতে একটু নড়বড়ে থাকলেও ম্যাচ যত গড়িয়েছিলো নিজের আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিলেন স্টাম্পের পিছনে। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বলে অনেকখানি ঝাঁপিয়ে র্যামন রিফারের ক্যাচ ধরেছিলেন তিনি। এরপর জাদেজার বলে দুরূহ ক্যাচ ধরে আউট করেন জশুয়া ডি সিলভাকেও (Joshua De Silva)। দ্বিতীয় টেস্টেও নিশ্ছিদ্র প্রহরী হয়ে উঠতে দেখা গেলো ঈশানকে। কার্ক ম্যাকেঞ্জিকে ত্রিনিদাদে প্রথম ইনিংসে সাজঘরের রাস্তা দেখালো ঈশানের দস্তানা। অভিষেককারী মুকেশ কুমারকে (Mukesh Kumar) প্রথম টেস্ট উইকেট পেতে সাহায্য করেন তিনি। এছাড়াও চতুর্থ দিনের সকালেও মহম্মদ সিরাজের বলে তালুবন্দী করেন জেসন হোল্ডারকে। এরপর সিরাজের বল কেমার রোচের ব্যাট স্পর্শ করে জমা পড়ে তাঁরই গ্লাভসে।
ত্রিনিদাদ উইকেটের অসমান বাউন্সের জন্য এখানে কিপিং করা বেশ কঠিন। সেই কঠিন কাজটাই বেশ সহজে করছেন ঈশান (Ishan Kishan) । তার সাথে উইকেটের পিছন থেকে নিয়মিত দলের ফিল্ডারদের নির্দেশ দিতেও শোনা যাচ্ছে তাঁকে। ফিল্ডিং পজিশন ঠিক করে দিচ্ছেন তিনি। ক্রমাগত কথা চালিয়ে গিয়ে প্রতিপক্ষ ব্যাটারদেরও চাপে ফেলতে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটারকে। দস্তানা হাতে তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্স ঈশানকে (Ishan Kishan) এই মুহূর্তে করে তুলেছে দলের প্রথম পছন্দ।
ব্যাট হাতে সাফল্য পেলেন ঈশান-
ডোমিনিকায় প্রথম টেস্টে ব্যাটিং-এর বিশেষ সুযোগ আসে নি ঈশান কিষণের (Ishan Kishan) সামনে। মাত্র ১ রানে পৌঁছানোর সাথে সাথেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে জাত চেনালেন তিনি। প্রথম ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নেমে ২৫ রান করেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে দ্রুত রান তোলার প্রয়োজনীয়তা থাকায় চার নম্বরে তাঁকে নামানোর সিদ্ধান্ত নেয় ভারত। তরুণ ঈশানকে (Ishan Kishan) নিজের জায়গা ছেড়ে দেন বিরাট কোহলি (Virat Kohli)। টিম ম্যানেজমেন্টের আস্থার দাম দিতে ভোলেন নি ঈশান। ইনিংসের গোড়া থেকেই মারমুখী ছিলেন তিনি। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচদের গতি বা জোমেল ওয়ারিকানদের স্পিন, কিছুই দমাতে পারে নি তাঁকে।
টি-২০ ক্রিকেটের ঢঙে নিজের ইনিংসকে সাজান তিনি। স্কোয়্যার কাট, ফ্লিক থেকে শুরু করে পুল-একের পর এক আক্রমণাত্মক শট খেলতে দেখা যায় তাঁকে। অনবদ্য ব্যাটিং করে মাত্র ৩৩ বলে অর্ধশতক করেন তিনি। টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরানে পৌঁছালেনও দাপট দেখিয়ে। কেমার রোচের (Kemar Roach) বল এক হাতেই উড়িয়ে দিলেন লং অনের উপর দিয়ে। ৪৪ থেকে সটান পৌঁছান ৫০-এ। ভয়ডরহীন ইনিংস খেলে ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারত ঈশানের (Ishan Kishan) ঝোড়ো ইনিংসের সুবাদে মাত্র ২৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮১ রান করে ডিক্লেয়ার করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দেখে নিন ঈশানের অর্ধশতক ছোঁয়ার মুহূর্ত-
Ishan Kishan reached his maiden Test half century with a six.
What a moment, just 33 balls! pic.twitter.com/qKgXA8bJ5X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 23, 2023