WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত জয় ছিনিয়ে নিয়েছিলো সহজেই। দুই ম্যাচের সিরিজে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারতেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একদিনের ক্রিকেটে খানিক প্রতিদ্বন্দ্বীতা উপহার দিয়েছিলেন ক্যারিবিয়ানরা। বার্বাডজের কেনসিংটন ওভালে ভারতের তরুণ দলকে শে হোপের (Shai Hope) দল হারিয়েছিলো ৬ উইকেটের ব্যবধানে। বাকি দুই ম্যাচ টিম ইন্ডিয়া জিতে যাওয়ায় সিরিজের ফলাফল দাঁড়ায় ২-১। তবে রোমাঞ্চের বেশীরভাগটাই তোলা ছিলো একদম শেষের টি-২০ সিরিজের জন্য। একদিকে দুই বারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, যারা একটা কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরতে মরিয়া, অন্যদিকে তারুণ্যের স্পর্ধায় ফুটতে থাকা ভারত। সেয়ানে সেয়ানে যুদ্ধ দেখা গেলো কুড়ি-বিশের বাইশ গজে।
সিরিজের প্রথম দুই ম্যাচে পরপর জয় ছিনিয়ে নিয়েছিলো রোভম্যান পাওয়েলের দল। ভারতীয় সমর্থকেরা যখন আশা ছেড়ে দিয়েছেন, তখন দুর্দান্ত লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে সিরিজে কামব্যাক করে ভারত। গায়ানা তৃতীয় ম্যাচে তারা ৭ উইকেটে হারায় প্রতিপক্ষকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছেড়ে শেষ দুই টি-২০’র জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে পা দিয়েছিলো দুই দল। চতুর্থ ম্যাচেও জয়পতাকা ওড়ায় ভারত। শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের অনবদ্য জোড়া অর্ধশতক জয় এনে দেয় ৯ উইকেটে। টি-২০ ইতিহাসে প্রথম দল হিসেবে ২-০ পিছিয়ে পড়েও সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়ানো ভারত আজ শেষ ম্যাচে অবশ্য স্নায়ুর চাপ সামলাতে পারলো না। নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং-এর ঝোড়ো ব্যাটিং-এ খড়কুটোর মত উড়ে গিয়ে সিরিজ খুইয়েই ফিরতে হলো টিম ইন্ডিয়াকে।
Read More: এশিয়া কাপের আগে ঈশ্বর সমীপে রোহিত শর্মা, সাফল্যের খোঁজে তিরুপতি বালাজী দর্শন ভারত অধিনায়কের !!
লড়লেন একা সূর্য, ব্যাটিং বিড়ম্বনা বাড়ালো ভারতের-
ফ্লোরিডার ফোর্ট লডারহিলে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন হার্দিক। শুরুতেই অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। এর মধ্যে শুভমানের আউটের সিদ্ধান্ত নিয়ে রইলো বিতর্ক। আদৌ আউট ছিলেন না তিনি। রিপ্লেতে দেখা যায় আকেল হোসেনের বল উইকেট স্পর্শ করত না। ডিআরএস ব্যবহার না করায় ভুগতে হলো ভারতকে। যথাক্রমে ৫ এবং ৯ রান করে দুই ওপেনার ফেরার পর তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। রস্টন চেজের এক অবিশ্বাস্য ক্যাচে ২৭ রান করে ফিরলেন তিলক। কিন্তু আজও বোঝালেন আগামীতে তারকা হওয়ার যাবতীয় রসদ রয়েছে তাঁর খেলায়।
হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন-রানের মুখ দেখেন নি কেউই। সঞ্জু আউট হলেন ৯ বলে ১৩ রান করে। আর স্বভাববিরুদ্ধ ভঙ্গিমায় ১৮ বলে ১৪ করলেন হার্দিক। তৃতীয় টি-২০তে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ঝড় উঠলো সূর্যকুমার যাদবের ব্যাটে। ভারতের টলমল নৌকা একা হাতেই অনেকক্ষন সামলালেন তিনি। সিরিজের দ্বিতীয় অর্ধশতক করেন সূর্য। জেসন হোল্ডারের বলে অবশ্য শেষমেশ আউট হন ৬১ রান করে। সূর্যকুমার ফিরতেই ভারতের ইনিংস ভাঙলো তাসের ঘরের মত। আর্শদীপ সিং-কে আট নম্বরে ব্যাটিং করিয়ে ফাটকা খেলতে চেয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু একটি ছক্কা ছাড়া কিছু দেখা যায় নি তাঁর থেকে। ১৯তম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর দুই উইকেট নিয়ে ভারতের বড় রানের স্বপ্ন ভেঙে দেন রোমারিও শেপার্ড। শেষ অবধি ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রানের বেশী এগোয় নি ভারতীয় ব্যাটিং।
কিং-পুরানের যুগলবন্দীতে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের-
ফোর্ট লডারহিলের মাঠে ১৬৫ রানের পুঁজি যে জয়ের জন্য যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছিলো। গত ম্যাচে এই উইকেটেই উইন্ডিজের তোলা ১৭৮ রানের জবাবে ভারত জয় ছিনিয়ে নিয়েছিলো মাত্র ১৭ ওভারে। আজ রান তাড়া করতে নেমে শুরু থেকেই রুদ্ররূপ ধরেছিলেন উইন্ডিজ ব্যাটাররা। টিম ইন্ডিয়ার ব্যাটিং-এর সময় দুইবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়েছিলো। আবহাওয়ার কথা মাথায় রেখে শুরু থেকেই ফিফথ গিয়ারে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। তবে কাইল মেয়ার্সকে ফিরিয়ে শুরুতে ভারতকে একটা সুযোগ করে দিয়েছিলেন আর্শদীপ সিং। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন বাঁ-হাতি পেসার। ৫ বলে ১০ রান করে ফেরেন মেয়ার্স। আজ রান গতি বাড়াতে তিন নম্বরে শে হোপ নয়, নিকোলাস পুরানকে নামিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল।
গোটা সিরিজ জুড়ে ভারতের পথের কাঁটা হয়ে রইলেন নিকোলাস পুরান। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে করেছিলেন ৪১, দ্বিতীয় ম্যাচে করেন ৬৭। পরের দুইটি খেলায় বিশেষ সুবিধা করতে না পারলেও আজকের নির্ণায়ক ম্যাচে ফের একবার জ্বলে উঠলেন তিনি। রান রেটকে কখনই মাত্রা ছাড়াতে দেন নি তিনি। হার্দিক, যুজবেন্দ্র চাহালদের বিরুদ্ধে পালটা আঘাতের প্রয়াস চালু রাখেন পুরান। আজকের ম্যাচে তাঁকে যোগ্য সহায়তা করলেন ব্র্যান্ডন কিং। এতদিন সিরিজে রান পাচ্ছিলেন না তিনি। আজ কিন্তু সাবলীল ভঙ্গিতেই স্কোরবোর্ড চালু রাখলেন তিনিও।
৪৫ বলে উইন্ডিজের যখন ৪৯ রান বাকি তখন বৃষ্টির কারণে ফের বন্ধ হয় ম্যাচ। আধ ঘন্টা পর খেলা আবার শুরু হতেই ৪৭ রানে পুরানকে ফেরান তিলক বর্মা। কিন্তু যথেষ্ট হলো না তা। ব্র্যান্ডন কিং-এর ৫৫ বলে ৮৫ এবং শে হোপের ১৩ বলে ২২ রানের সুবাদে ৮ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিলো উইন্ডিজ। ২০১৬-র পর প্রথমবার ভারতকে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে হারালো তারা। অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ সিরিজ হারলেন হার্দিক পান্ডিয়া।
Also Read: WI vs IND: সূর্যের ব্যাটে মানরক্ষা হল টিম ইন্ডিয়ার, জিততে হলে ১৬৬ করতে হবে ক্যারিবিয়ানদের !!