rohit-sharma-visits-tirupati-temple

সামনের এক-দেড় মাসে কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল। অগস্ট মাসের ৩০ তারিখ থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে প্রতিযোগিতা। ভারত অবশ্য নিজেদের সবক’টি ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টে ২ সেপ্টেম্বর তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই শেষে টিম ইন্ডিয়ার (Team India) জন্য অপেক্ষা করে রয়েছে অস্ট্রেলীয় চ্যালেঞ্জ। ঘরের মাঠে মোহালি, ইন্দোর এবং রাজকোটে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। এরপরেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। ২০২৩ সালে চতুর্থবারের জন্য বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতে। বিপুল প্রত্যাশার চাপ স্বাভাবিকভাবেই রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দলকে ঘিরে।

পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মত শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে আগামী কয়েক মাসে বেশ কয়েকবার লড়াইয়ের ময়দানে নামতে হবে ভারতকে। কঠিন যাত্রাপথ সহজেই যাতে পেরোতে পারে ‘মেন ইন ব্লু’ তার জন্য ইতিমধ্যেই প্রার্থনা শুরু করেছেন ১৪০ কোটি দেশবাসী। ব্যতিক্রম নয় স্বয়ং দলের অধিনায়ক রোহিতও (Rohit Sharma)। কয়েক দিনে আগেই জানিয়েছিলেন দেশের জনতাকে পাশে পাবেন জেনে আত্মবিশ্বাস বেরে গিয়েছে তাঁর এবং তাঁর দলের। সাধারণ সমর্থকদের পাশাপাশি এবার দৈবেরও শরণাপন্ন হলেন তিনি। সপরিবারে হিটম্যানকে দেখা গেলো তিরুপতি বালাজী দর্শন করতে।

Read More: “তিনি বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার..”, বাবর আজমের ভক্ত হয়ে গেলেন বিরাট কোহলি, করলেন এই মন্তব্য !!

তিরুপতি মন্দিরে সপরিবার রোহিত শর্মা-

Rohit Sharma and Ritika Sajdeh | Image: Twitter
Rohit Sharma and Ritika Sajdeh | Image: Twitter

ফর্মে ফিরতে ঈশ্বর দর্শনে যেতে প্রায়ই দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) যেতেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। দিন কয়েক আগে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে দেখা গিয়েছিলো সস্ত্রীক বিরাট কোহলিকে (Virat Kohli)। এমনকি কে এল রাহুলও (KL Rahul) স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে গিয়েছিলেন মহাকালের দরবারে। তাঁদের পূজার্চনার ছবি ভাইরাল হয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পথে এবার নাম লেখালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলে সদ্যই দেশে ফিরেছেন তিনি। মুম্বইতে দিন কয়েক আগে তাঁর ল্যাম্বর্ঘিনি উরুস গাড়িতে এক অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছিলো তাঁকে। তখনও পাশে ছিলেন স্ত্রী ঋতিকা সাজদেহ। আর আজ তিরুপতি দর্শনেও স্ত্রীকে সাথে নিয়েই গিয়েছিলেন হিটম্যান। তাঁর কোলে ছিলো কন্যা সামাইরাও।

সাম্প্রতিক অতীতে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেন নি রোহিত (Rohit Sharma)। বছরের গোড়ার দিকে একটি ওডিআই শতরান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে খেলেন একটি ১২০ রানের ইনিংস। এরপর লম্বা সময় অফ ফর্মে দেখা গিয়েছে তাঁকে। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে মাত্র ২টি অর্ধশতরান করেছেন ২০২৩ এর আইপিএলে। ১৬ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩২ রান। যা মোটেই রোহিতসুলভ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালেও ১৫ এবং ৪৩ করেছেন দুই ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে করেন শতরান, দ্বিতীয় ম্যাচেও করেন ঝলমলে জোড়া অর্ধশতক। তিরুপতি দর্শনের পর আসন্ন মেগা টুর্নামেন্ট দুটিতে ভারত অধিনায়কের ব্যাটে ধারাবাহিকতা দেখা যায় কিনা সেদিকে তাকিয়ে দেশের ক্রিকেটজনতা।

তিরুপতি দর্শনে রোহিত, দেখুন ভিডিও-

Also Read: LPL 2023: লঙ্কা প্রিমিয়ার লিগে ফের সাপের উপদ্রব, লাফিয়ে প্রাণ বাঁচালেন ক্রিকেটার !! দেখুন সেই মুহূর্ত

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *