WI vs IND: “ভারতের ভরসা সেই কোহলি…” প্রথম দিনের খেলা শেষে জানালো সমাজমাধ্যম !! 1

WI vs IND: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ভারতের লেগেছে মাত্র ৩ দিন। ডোমিনিকার উইন্ডসর পার্কে ব্যাট হাতে জয়ের কারিগর ছিলেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মারা (Rohit Sharma)। স্পিনের জাদুতে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা গিয়েছিলো রবিচন্দ্রণ অশ্বিনকে। দুই ইনিংস মিলিয়ে একাই ১২ উইকেট নিয়েছিলেন তিনি। আগে ব্যাট করে প্রথম ইনিংসে উইন্ডিজ গুটিয়ে গিয়েছিলো ১৫০ রানে। জবাবে ভারত তোলে ৪২১। দ্বিতীয় ইনিংসেও মাথা তুলে দাঁড়াতে পারে নি ক্যারিবিয়ান দল। ইনিংস শেষ হয় ১৩০ রানেই। ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে আগাগোড়া দাপট বজায় রেখে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। আজ ত্রিনিদাদের মাঠে দ্বিতীয় টেস্টেও দাপুটে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া।

Read More: WI vs IND: ওয়ারিকানের ঘূর্ণিতে মাত রোহিত শর্মা, পরপর উইকেট হারিয়ে চাপে পড়লো ভারত !!

Yashasvi Jaiswal | WI vs IND | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

ফের একবার টসের কয়েন পড়েছে ওয়েস্ট ইন্ডিজের দিকেই। তবে এবার ব্যাটিং নয়, বরং বোলিং বেছে নিয়েছেন তাদের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট। ডোমিনিকায় জোড়া শতরান করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজও সেই একই মেজাজে শুরু করেছিলেন দুজনে। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ১০০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন দুজনে। যশস্বী এবং রোহিত-ম্যাচের প্রথম সেশনে দুজনের ব্যাট থেকেই দেখা গেলো স্ট্রোকের ফুলঝুড়ি। ম্যাচের পঞ্চম ওভারেই যেভাবে কেমার রোচকে (Kemar Roach) পুল করে বাউন্ডারির বাইরে আছড়ে ফেললেন রোহিত,তার প্রশংসায় মাতলো সমাজমাধ্যম। পিছিয়ে ছিলেন না যশস্বীও। পরের ওভারেই আলঝারি জোসেফকে (Alzharri Joseph) মাঠের বাইরে উড়িয়ে দেন তিনি।

Rohit Sharma | WI vs IND | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

যশস্বী ও রোহিতের জুটি গত ম্যাচে ২০০ রানের বেশী যোগ করেছিলো ভারতের স্কোরবোর্ডে। আজও উইন্ডিজের বিরুদ্ধে (WI vs IND) তাঁদের দুজনকে একটা সময় অদম্য লাগছিলো। তবে ছবিটা বদলায় লাঞ্চের পর। জেসন হোল্ডারের (Jason Holder) বলে গালিতে ধরা পড়েন যশস্বী। ফেরেন ৫৭ রান করে। দ্বিতীয়বার তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারলেন না শুভমান গিল। কেমার রোচ বলে আউট হলেন মাত্র ১০ রান করে। জোমেল ওয়ারিকান (Jomel Warrican) ব্যক্তিগত ৮০ রানের মাথায় আউট করেন রোহিত শর্মাকেও। একটা সময় বিনা উইকেটে ১৩৯ রান ছিলো ভারত। সেখান থেকে ১৫৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিলো তারা। পাঁচে নামা অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) ভরসা দিতে পারেন নি। শ্যানন গ্যাব্রিয়েলের বল স্টাম্প উড়িয়ে দেয় তাঁর। ফেরেন ৮ রান করে।

Virat Kohli | wi vs ind | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আচমকাই সমস্যার মুখে পড়া টিম ইন্ডিয়াকে ভরসা যোগালেন সেই বিরাট কোহলিই (Virat Kohli)।  আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০০তম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন তিনি। টেস্ট কেরিয়ারের শুরুটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই করেছিলেন। আজ খেলছেন ১১১তম টেস্ট ম্যাচ। আলঝারি জোসেফ, কেমার রোচ, জেসন হোল্ডারদের যাবতীয় চ্যালেঞ্জ ঠান্ডা মাথায় মোকাবিলা করলেন । দুরন্ত কভার ড্রাইভ মারতে দেখা গিয়েছে তাঁকে। কব্জির মোচড়ে মিড উইকেটের দিকে বল ঠেলে দিয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন দলের। দিনের শেষে ৮৭ রানে অপরাজিত তিনি। সাথে জাদেজা রয়েছেন ৩৬ রানে। ভারত তুললো ৪ উইকেটে ২৮৮ রান। আগের ম্যাচে ৭৬ করে আউট হয়েছিলেন কোহলি। ৫০০তম ম্যাচে ৭৬তম শতরান পান কিনা, লক্ষ্য থাকবে সেইদিকেই। তবে চাপের মুখে বিরাটের (Virat Kohli) ইনিংসটি প্রশংসা পাচ্ছে নেটজনতার। ‘অন্য যেই আসুক না কেন, কোহলি একজনই’, বলছে ট্যুইটার।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WI vs IND: “সর্বকালের সেরা…” ৫০০তম ম্যাচ খেলতে নামার আগে নেটমাধ্যমের শুভেচ্ছায় ভাসলেন কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *