wi-vs-eng-hope-credits-dhoni-for-win

WI vs ENG: ভারতের মাটিতে বিশ্বকাপ ব্যর্থতার পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছে ইংল্যান্ড। একদিনের সিরিজে জস বাটলারের (Jos Buttler) দল মুখোমুখি হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের (WI vs ENG)। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও ক্যারিবিয়ান ক্রিকেট যে ঘুরে দাঁড়াচ্ছে তার আভাস পাওয়া গেলো গতকাল। নর্থ সাউন্ডের মাঠে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শে হোপ (Shai Hope) অসাধারণ শতরান করে ম্যাচের নায়ক হলেন। খেলা শেষে ক্যারিবিয়ান অধিনায়ক ধন্যবাদ জানাতে ভুললেন না ভারতের ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni)।

Shai Hope | WI vs ENG | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (WI vs ENG) ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শে হোপ (Shai Hope) জানান যে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পরামর্শ মেনেই এগিয়েছেন তিনি। চাপের মুখে হাল না ছাড়ার যে উপদেশ তাঁকে ধোনি দিয়েছিলেন তাকে পাথেয় করেই দুর্দান্ত জয় উপহার দিতে পেরেছেন নিজের দল’কে।

Read More: IND vs SA: বিশ্বকাপ হারতেই অধিনায়কত্ব থেকে ছাঁটাই এই খেলোয়াড়ের, দল থেকেও হারালেন জায়গা !!

Shai Hope | WI vs ENG | Image: Getty Images

রুদ্ধশ্বাস মুহূর্তেও বরফশীতল অথচ ইস্পাত কঠিন থাকার ব্যাপারে সুনাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। চাপের মুখে তাঁর এই শান্ত থাকার ক্ষমতা বহু ম্যাচে জয় এনে দিয়েছে টিম ইন্ডিয়াকে। নিজের অভিজ্ঞতা শে হোপের (Shai Hope) সাথে ভাগ করে নিয়েছিলেন ধোনি। একটা সময় গতকালের ম্যাচে ২১৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসেছিলো ওয়েস্ট ইন্ডিজ। এরপর ধোনির পরামর্শকেই গুরুমন্ত্র মনে করে সামনে এগিয়েছিলেন হোপ (Shai Hope)। তাঁর ব্যাটেই শেষমেশ ৪ উইকেটে জয় পায় ক্যারিবিয়ান’রা।

Shai Hope | WI vs ENG | Image: Getty Images

অপরাজিত ১০৯ রান করে ম্যাচের সেরা হন শে হোপ (Shai Hope)। তিনি বলেন, “আমি একজন খুবই বিখ্যাত মানুষ, মহেন্দ্র সিং ধোনির সাথে কথা বলেছিলাম। উনি আমায় জানিয়েছিলেন, ‘যতটা তুমি ভাবছ, তার থেকে বেশী সময়, সর্বদা তোমার কাছে রয়েছে।” ধোনির মতই শে হোপ’ও উইকেটরক্ষক-ব্যাটার। প্রাক্তন ভারত অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “এতগুলো বছর ধরে একদিনের ক্রিকেট খেলার সময় এই উক্তিটি সবসময় আমার মাথার মধ্যে ঘোরে।”

Shai Hope | WI vs ENG | Image: Getty Images

ইংল্যান্ডের (WI vs ENG) বিরুদ্ধে এই ম্যাচে ৫০০০ ওডিআই রান সম্পূর্ণ করলেন শে হোপ (Shai Hope)। তিনি একদিনের ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন। যদিও শে হোপ এই রেকর্ড ভাগ করে নিয়েছেন সাদা বলের ক্রিকেটের আরও দুই মহারথীর সঙ্গে। তাঁরা হলেন বিরাট কোহলি (Virat Kohli) ও স্যার ভিভিয়ান রিচার্ডস (Viv Richards)। তিন জনেই ১১৪ ম্যাচে এই কৃতিত্বের অধিকারী হলেন। দ্রুততম হিসেবে এই কৃতিত্ব রয়েছে বাবর আজমের (৯৭)। দুইয়ে হাসিম আমলা (১০১)।

Shai Hope | WI vs ENG | Image: Getty Images

গতকালের ম্যাচে নিজের ওডিআই কেরিয়ারের ১৬তম শতরান করলেন শে হোপ (Shai Hope)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৫টি ওডিআই শতরান করার নজির রয়েছে ক্রিস গেইলের। তালিকার চার নম্বরে রয়েছেন শে হোপ (Shai Hope)। তাঁর থেকে ঠিক একধাপ উপরে রয়েছেন ডেসমন্ড হেইনস। কিংবদন্তি ওপেনারের সংগ্রহে ১৭ শতরান। আর একটি শতরান করলেই শে হোপ ছুঁয়ে ফেলবেন হেইনস’কে। তালিকায় দ্বিতীয় স্থানে ব্রায়ান লারা। ২৯৩ ম্যাচে তাঁর শতরান ১৯টি।

 Also Read: টি-২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না মহম্মদ শামি’র, সাদা বলের ফর্ম্যাটে বিকল্প খুঁজে নিতে বদ্ধপরিকর বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *