ভারতীয় দল (Indian Cricket Team) বর্তমানে ৩ ফরম্যাটেই বিশ্ব ক্রিকেটে রীতিমতো রাজত্ব করছে। সাম্প্রতিক সময় তারা টেস্ট ক্রিকেটে কিছুটা পিছিয়ে পড়লেও গৌতম গম্ভীর (Gautam Gambhir) আবার ভারতীয় লাল বলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন। অধিনায়ক হিসেবে দলে আনা হয়েছে শুভমান গিলকে। তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল সম্প্রতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ড্র করেছে। বর্তমানে গিল এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এশিয়া কাপের পরেই আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরবে ভারত। এই গুরুত্বপূর্ণ সিরিজ থেকে এবার তারকা পেসার ছিটকে গেলেন।
Read More: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!
ছিটকে গেলেন তারকা পেসার-

ভারতীয় পিচে স্পিনারদের সঙ্গে সঙ্গে পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের (india vc West Indies Test Series) বিপক্ষে ভারতীয় দলের হয়ে জসপ্রীত বুমরাহ (Jaspr।it Bumrah), মহম্মদ সিরাজ (Mohamm loed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণার Prasidh Krishna) মতো তার উমমমকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে এর মধ্যেই ক্যারিবিয়ান তারকা শামার জোসেফ (Shamar Joseph) আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন। চোট কারণে তাকে ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে। এই তারকা পেসারের দলে না থাকা দলকে চাপের মুখে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শামার জোসেফের পরিবর্তে জোহান লেইনকে দলে নেওয়া হয়েছে। জোসেফ ইনজুরির কারণে বাদ পড়েছেন। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি আবার প্রত্যাবর্তন করবেন।” উল্লেখ্য শামার জোসেফ এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১ টি টেস্ট ম্যাচে ৫১ টি উইকেট সংগ্রহ করেছেন।
সিরিজ থেকে বাদ করুন নায়ার-

ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল প্রকাশ করেছে ভারত। এই দলে ইংল্যান্ড সফরের সুযোগ পাওয়া করুন নায়ার (Karun Nair) জায়গা পাননি। শেষ টেস্ট সিরিজে তিনি বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ৪ ম্যাচে মাত্র ২০৪ রান সংগ্রহ করেছিলেন ২০৫ রান। ফলে ভারতীয় দলকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল। এবার দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) মতো তরুণ তরকাকে বাছাই করলেন নির্বাচকরা। সাম্প্রতিক সময় এই তরুণ ব্যাটসম্যান ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন।
অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়ার পর রীতিমতো হাতাশা প্রকাশ করেছেন করুন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি আশা করেছিলাম যে দলে সুযোগ পাবো। জানি না আমার কী বলা উচিত। আমার জন্য উত্তর দেওয়া খুবই কঠিন বিষয়। আপনাদের অবশ্যই নির্বাচকদের এই বিষয়ে জিজ্ঞাসা করা উচিত।” উল্লেখ্য করুন নায়ার এখনও পর্যন্ত দেশের হয়ে ১০ টি টেস্ট ম্যাচে সংগ্রহ করেছেন মোট ৫৭৯ রান।