গৌতম গম্ভীর নন, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে VVS লক্ষ্মণ নিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি !! 1

VVS Laxman: আর মাত্র কয়েকদিন বাদেই সমাপ্ত হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল ইতিমধ্যেই দুর্দান্ত প্রদর্শন দেখাতে শুরু করে দিয়েছে। আর মাত্র কয়েকটি পদক্ষেপ, যেগুলি অতিক্রম করা মাত্রই ভারতীয় দলের হাতে উঠতে চলেছে টি-টোয়েন্টি শিরোপা। ২০০৭ সালের শেষবারের মতন এই শিরোপা হাতে পেয়েছিল ভারতীয় দল।

কেটে গিয়েছে লম্বা ১৭ বছর, তবুও এখনো পর্যন্ত এই ট্রফির ছোঁয়া পায়নি টিম ইন্ডিয়া। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। তবে এবারের বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারে অসাধারণ, গতকাল সুপার এইটের মঞ্চে আফগান দলকেও পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে বিশ্বকাপ শেষ হতে না হতেই বিদায় নিতে হবে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) তার বদলে নতুন হেড কোচ আনতে চলে টিম ইন্ডিয়া।

Read More: DLS মেথডে বাংলাদেশকে পরাস্ত করলো অস্ট্রেলিয়া, ২৮ রানে ছিনিয়ে নিলো বড় জয় !!

লক্ষণ’এর হাতে তুলে দেওয়া হলো গুরুদায়িত্ব

VVS Laxman
VVS Laxman | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। হারারেতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। জানা গিয়েছে, বিশ্বকাপের পরেই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হবে তবে তাকে ভারতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে পাঠানো হবে না এর পিছনে উঠে আসতে বড় কারণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) প্রধান কোচ হিসাবে পাঠানো হবে এবং ভারতের শ্রীলঙ্কা সফর থেকে কোচিং জীবন শুরু হতে পারে গম্ভীরের।

চলতি সপ্তাহের শেষে ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ্যে আসতে পারে। এই সফরে বিশ্বকাপ দলে খেলতে থাকা সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম নিতে দেখা যাবে, এই পরিস্থিতিতে যুব প্রতিভাদের উপরেই দায়িত্ব তুলে দেওয়া হবে। জানা গিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন এবং এই সিরিজে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন রিয়ান পরাগ (Riyan Parag), অভিষেক শর্মাদের (Abhishek Sharma) মতন তরুণ প্লেয়ারকে।

শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন গম্ভীর

Gautam Gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “জিম্বাবুয়ের বিরুদ্ধে নতুন দল ঘোষণা করা হবে, ভিভিএস লক্ষণকে যুব দলের সঙ্গে পাঠানো হবে। এটা নতুন নয়, আগেও তিনি দ্রাবিড়ের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন।” প্রসঙ্গত রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে অর্থাৎ ২০২২ সালের বিশ্বকাপের পর ভারতীয় দল যখন নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ খেলতে গিয়েছিল তখন ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন লক্ষণ। এরপর ২০২৩ সালে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা তিনিই পালন করেছিলেন।

Read Also: VVS Laxman: গম্ভীর বা লক্ষণ নন দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার নতুন ‘হেড স্যার’ হতে চলেছেন এই আইপিএল জয়ী কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *