শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দল তাদের প্রথম ম্যাচটি খেলেনি, তবে খুব শীঘ্রই আয়ারল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে। দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের খেলোয়াড়রা ভারতের জার্সিতে ক্রিকেটের এই ছোট ফরমেট খেলার সুযোগ পাননি। তবে আইপিএলের মঞ্চে ভারতীয় স্কোয়াডে নির্বাচিত হওয়া ১৫ জন সদস্য নিজ নিজ ফ্রাঞ্চাইজির হয়েই প্রয়োজন মতন অনুশীলন নিয়েই রেখেছে।
তবে বিশ্বকাপ শুরুর একদিন আগেই অর্থাৎ পহেলা জুন ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল, এই ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া। তবে প্রস্তুতি ম্যাচকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন না টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট, দীর্ঘ ১১ বছর ধরে ভারতীয় দলের কাছে আসেনি আইসিসির ট্রফি। শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়া জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর একাধিকবার সুযোগ আসলেও ভারতীয় দল নক আউট পর্যায়ে বারবার পরাজিত হয়েছিল।
Read More: রোহিত-আগারকারের নেওয়া এই সিদ্ধান্তে বদলে গেল টিম ইন্ডিয়ার ভাগ্য, কনফার্ম হলো উইন্ডিজের বুকে ট্রফি জয় !!
বিরাটের জন্য কুরবানী দেবেন রোহিত
তবে সবকিছু উপেক্ষা করে টিম ইন্ডিয়া নতুন লক্ষ্য হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর বিশ্বকাপকে পাখির চোখ করতে মস্ত বড় ফন্দি ফাঁদলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে ভারতীয় দল সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়েছিল। তবে সবকিছু উপেক্ষা করে আসন্ন বিশ্বকাপ ট্রফি জেতার জন্য বড় চাল চালবেন হিটম্যান।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেনিং করতে দেখা যাবে না রোহিতকে। তার বদলে বিরাট কোহলি (Virat Kohli) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে এই নতুন জুটিকে কারণ সদ্য সমাপ্ত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন বিরাট কোহলি, এমনকি টুর্নামেন্টে সর্বাধিক রান বানানোর জন্যই তার মাথাটাই বিরাজমান ছিল অরেঞ্জ ক্যাপ।
বিশ্বকাপ জিততে বড় সিদ্ধান্ত নিলেন হিটম্যান
আইপিএলে তার চমকপ্রদ পারফরম্যান্স দেখে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা বিরাটকে আসন্ন বিশ্বকাপে ওপেনার হিসেবে দেখতে চেয়েছেন। বিরাট ওপেন করতে আসলে সেই পরিস্থিতিতে রোহিত শর্মা বিরাটের জায়গায় ব্যাটিং করতে আসতে পারেন। ভারতীয় দলের পুরো স্কোয়াডের মধ্যে ধীর গতির উইকেটে স্পিনারদের রোহিত শর্মা ভালো খেলে আসেন। এমনকি তিনি বারবার নিজেকে প্রমাণ ও করেছেন, তাই ভারতের ম্যাচ জিততে গেলে মাঝের ওভার গুলিতে রোহিতের টিকে থাকাটা জরুরি। আগামী আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই দেখা যাবে বড় পরিবর্তন।