আইপিএলের আগেই গুরুতর চোট পেলেন আইয়ার, আগামী 3 মাস ক্রিকেটের বাইরে !! 1

চোটের কবলে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) । রঞ্জি ট্রফির এলিট সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে কেরল ও মধ্যপ্রদেশ। তিরুঅনন্তপুরমের থুম্বাতে সেন্ট জেভিয়ার কলেজ মাঠে সেই ম্যাচ চলাকালীনই আহত হন তারকা অলরাউন্ডার। দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলো মধ্যপ্রদেশ। স্কোরবোর্ড দেখাচ্ছিলো ৪৯/৪। অভিজ্ঞ ভেঙ্কটেশের (Venkatesh Iyer) থেকে দায়িত্বশীল ইনিংসের আশায় ছিলেন সতীর্থরা। কিন্তু চোট উল্টেপাল্টে দিলো যাবতীয় হিসেবনিকেশ। ব্যাট হাতে মাত্র তিনটি ডেলিভারির মোকাবিলা করার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপরই হয় ছন্দপতন। গোড়ালি মচকে যাওয়ায় মাঠ ছাড়তে হয় ভেঙ্কটেশকে।

Read More: গম্ভীরের কেরিয়ার বাঁচাতে পরম বন্ধু উপহার দিলেন মোক্ষম অস্ত্র, কুপোকাত বিপক্ষ দল !!

চোটের কবলে ভেঙ্কটেশ আইয়ার-

Venkatesh Iyer | Image: Twitter
Venkatesh Iyer | Image: Twitter

যন্ত্রণায় মাঠেই শুয়ে পড়েছিলেন তারকা ক্রিকেটার। ছুটে আসেন ফিজিও। দীর্ঘসময় শুশ্রূষার পরেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। সতীর্থদের কাঁধে ভর দিয়ে ডাগ-আউটে ফিরে আসেন তিনি। এক পায়ে প্যাড পরে বেশ কিছুক্ষণ সাজঘরের চেয়ারে বসে ছিলেন তিনি। আদৌ আর মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিলো। কিন্তু দলের স্বার্থে যন্ত্রণাকে উপেক্ষা করেই ফের ব্যাট হাতে তুলে নেন ভেঙ্কটেশ। কেরলের মাঠে রজত পতিদার (Rajat Patidar), হিমাংশু মন্ত্রীরা (Himangshu Mantri) সাফল্য পান নি। ডুবতে থাকা ইনিংসের হাল ধরতে দেখা গেলো আইয়ারকেই। তিন বল খেলার পর আহত হয়েছিলেন। ফিরে এসে আরও ৭৭ টি ডেলিভারির মোকাবিলা করেন তিনি। খেলেন ৪২ রানের ইনিংস। শুভম শর্মা (৫৪) ও ভেঙ্কটেশের (Venkatesh Iyer) জন্যই ১০০’র গণ্ডী পেরোয় মধ্যপ্রদেশ।

১৬০ রানে গুটিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ। জবাবে দিনের শেষে কেরলের স্কোর বিনা উইকেটে ৫৪ রান। ভেঙ্কটেশের (Venkatesh Iyer) চোট ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায় নি। তবে এখনও বোলিং করতে পারেন নি তিনি। দৌড়তে যে সমস্যা রয়েছে তা নিশ্চিত। চলতি রঞ্জি ম্যাচের বাকি তিন দিন তাঁকে মাঠে দেখা যায় কিনা তা নিয়ে থাকছে সংশয়। ভেঙ্কটেশ (Venkatesh Iyer) চোট পাওয়ায় চিন্তায় কলকাতা নাইট রাইডার্স (KKR) অনুরাগীরা।।মেগা নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি। মনে করা হচ্ছে আসন্ন মরসুমে দলের অধিনায়ক’ও হতে পারেন তিনি। আইপিএলের (IPL) বাকি মাত্র দুই মাস। আঘাত যদি গুরুতর হয়, তাহলে ছিটকেও যেতে পারেন ভেঙ্কটেশ (Venkatesh Iyer)। সেক্ষেত্রে বড়সড় ক্ষতির মুখোমুখি হতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

রঞ্জি ট্রফিতে ব্যর্থ তারকারা-

Rohit Sharma | Image: Twitter
Rohit Sharma | Image: Twitter

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024-25) আজ দিনটা ভালো কাটলো না অধিকাংশ তারকারই। বিসিসিআই-এর নির্দেশে ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন জাতীয় দলের একঝাঁক হেভিওয়েট ক্রিকেটার। ব্যাট হাতে রান পান নি কেউই। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে ৪ করে সাজঘরে ফেরেন যশস্বী। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৩ করে আউট হন রোহিত শর্মা’ও। নির্বিষ শর্ট বলকে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আসেন তিনি। কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের শুভমান গিলের (Shubman Gill) সংগ্রহ মাত্র ৪। সৌরাষ্ট্রের বিপক্ষে ১০ বলে ১ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যতিক্রম বলা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। দুই বছর পর রঞ্জি খেলতে নেমে বল হাতে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। দিল্লীর বিরুদ্ধে দুরন্ত পারফর্ম্যান্স তাঁর। ব্যাট হাতেও করেছেন ৩৬ বলে ৩৮ রান।

Also Read: টি-২০তে চোখধাঁধানো পরিসংখ্যান সূর্যকুমারের, বিরাট-ধোনি’দের পিছনে ফেললেন ‘ক্যাপ্টেন স্কাই’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *