Asian Games 2022: গড়েছেন রানের পাহাড়, তবুও এশিয়ান গেমসের দলে ব্রাত্যই থেকে গেলেন এই দুই ক্রিকেটার !!

Asian Games 2022: ঠাসা ক্রীড়াসূচী রয়েছে ভারতীয় দলের সামনে। বর্তমানে টিম ইন্ডিয়া e রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এরপর রয়েছে এশিয়া কাপ, রয়েছে একদিনের বিশ্বকাপও। এতকিছুর সাথে ২০২৩ সালে যুক্ত হয়েছে এশিয়ান গেমস (Asian Games 2022)। ২০১০ থেকে এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও এতদিন দল পাঠাতো না বিসিসিআই। তবে বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকে ১৯তম এশিয়ান গেমসে পুরুষ ও […]