IPL 2026: আগ্রহ দেখাল না KKR, সল্প দামে RCB'তে গেলেন ভেঙ্কটেশ আইয়ার !! 1

আইপিএল (IPL 2026) ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লিগ‌। এই টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতি বছর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের এবং বিদেশের বহু তারকা ভারতের এই লিগে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করে থাকে। ২০২৬ আইপিএলের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। আজ আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে আগামী মরসুমের মিনি নিলাম (IPL 2026 Mini Auction)। অংশ নিয়েছে ১০ টি দলের কর্মকর্তারা। আগামী মরসুমের জন্য ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। ফলে আজ নিলামে তার দিকে বিশেষ নজর ছিল।

Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!

আগ্ৰহ দেখল না KKR-

ভেঙ্কটেশ আইয়ারkkr, ipl 2026
Venkatesh Iyer | Image: Twitter

গত বছর মেগা নিলাম ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফিরিয়ে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। গতবছর ট্রফি জয়ী দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই তারকা। কিন্তু এই বছর তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হন। ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। যার ফলে কেকেআর প্লে অফেই পৌঁছাতে সক্ষম হয়নি। তবে ছেড়ে দিলেও দীর্ঘদিনের এই সদস্যকে মিনি নিলামে শাহরুখ খানের (Sharukh Khan) দল আবার ফিরিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু আজ মিনি নিলামে চেষ্টা করলেও সেইভাবে আগ্রহ দেখায়নি নাইটরা।

RCB’তে ভেঙ্কটেশ আইয়ার-

ipl-2025-kkr-to-release-venkatesh-iyer
Venkatesh Iyer | Image: Getty Images

ভেঙ্কটেশ আইয়ারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। নিলামে নাম উঠতেই প্রথমে লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans) আগ্ৰহ প্রকাশ করেন। দাম ২.৮০ কোটি টাকায় পৌঁছালে গুজরাট হাত তুলে নেয়। তখন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) বিডিং শুরু করে। এর মধ্যেই শেষ বেলায় কলকাতা নাইট রাইডার্স এসে আগ্ৰহ প্রকাশ করে তবে কর্মকর্তাদের মধ্যে মরিয়া চেষ্টা একেবারেই দেখা যায়নি। শেষ পর্যন্ত আরসিবি ৭ কোটি টাকায় এই তারকা ব্যাটসম্যানকে দলে তুলে নেয়। উল্লেখ্য এখনও পর্যন্ত ভেঙ্কটেশ ৬২ ম্যাচে ১৬৪৮ রান সংগ্রহ করেছেন।

Read More: ‘দুই পয়সার অধিনায়ক ..’, সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *