হরভজন সিং-

শৃঙ্খলাজনিত সমস্যা, অফ ফর্মের কারণে একটা সময় ক্রিকেটের মূলস্রোত থেকে কার্যত হারিয়েই যেতে বসেছিলেন হরভজন সিং। কিন্তু তাঁর প্রতিভা নজর এড়ায় নি অধিনায়ক সৌরভের। ২০০১-এর বর্ডার-গাওস্কর ট্রফির আগে হরভজন’কে দলে চেয়ে নির্বাচকদের সাথে রীতিমত লড়াই করেছিলেন তিনি। বাজি রেখেছিলেন নিজের অধিনায়কত্ব’ও। সিরিজের দ্বিতীয় টেস্টে সেই হরভজন’ই অনবদ্য হ্যাট্রিক করে কলকাতায় ঐতিহাসিক জয় এনে দিয়েছিলো ভারতকে। আন্তর্জাতিক আঙিনায় পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছিলেন ভাজ্জি। ২০০২-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, ন্যাটওয়েস্ট ট্রফি, ২০০৩-এর বিশ্বকাপ-সব টুর্নামেন্টেই সৌরভ ভরসা রেখেছেন হরভজনের (Harbhajan Singh) উপর। অনিল কুম্বলের সাথে তাঁর জুটি বহু জয় উপহার দিয়েছে ভারতকে। ২০০৭, ২০১১-এর বিশ্বজয়ী ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন পাঞ্জাবের অফস্পিনার।