বীরেন্দ্র শেহবাগ-

অজয় জাদেজার নেতৃত্বে ওয়ান ডে অভিষেক হয়েছিলো বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag)। কিন্তু তাঁরও কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়কত্ব পাওয়ার পরেই। কেরিয়ারের শুরুতে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে ব্যাট করার সুযোগ পেতেন নজফগড়ের তরুণ। কিন্তু বড় রান পান নি বিশেষ। দেখাতে পারেন নি ধারাবাহিকতাও। সৌরভ’ই তাঁকে প্রথম ওপেনিং-এর প্রস্তাব দেন। দ্বিধাগ্রস্ত ছিলেন শেহবাগ। ব্যর্থ হলেও বাদ পড়বেন না তিনি, প্রতিজ্ঞা করেন সৌরভ। শেষমেশ অধিনায়কের নির্দেশেই নতুন বলের মোকাবিলা করার সিদ্ধান্ত নেন ডান হাতি ব্যাটার। ওয়ান ডে’তে নিজের ব্যাটিং স্লট ছেড়ে দিয়েছিলেন অনুজের জন্য। মহারাজের এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিলো। ইনিংসের শুরুতে শেহবাগের ধুন্ধুমার ব্যাটিং দেড় দশক ধরে বহু ম্যাচ জিতিয়েছে ভারতকে।