top-5-talents-whom-sourav-gave-chance
Sourav Ganguly | Image: Getty Images

যুবরাজ সিং-

Yuvraj Singh and Sourav Ganguly | Image: Getty Images
Yuvraj Singh and Sourav Ganguly | Image: Getty Images

সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অন্যতম শ্রেষ্ঠ ম্যাচ উইনার যুবরাজ সিং। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২০১১’র ওয়ান ডে বিশ্বকাপে হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তাঁর তারকা হয়ে ওঠার পিছনেও অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারতের জার্সিতে অভিষেক হয় যুবি’র, তখন অধিনায়ক ছিলেন তিনি। ঐ টুর্নামেন্টেই আগুনে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বছর ১৮’র যুবরাজকে (Yuvraj Singh) খেলানোর সাহস দেখিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। মহারাজের আস্থার দাম’ও দিয়েছিলেন। অনবদ্য ৮৪ রানের ইনিংস খেলে থমকে দিয়েছিলেন অজিদের অশ্বমেধের ঘোড়া। গ্ল্যামার দুনিয়ার চমকে যাতে বেলাইন না হয়ে পড়ে তরুণ যুবরাজের কেরিয়ার তা নিশ্চিত করতেও প্রতি পদক্ষেপে চণ্ডীগড়ের তারকার পাশে ছিলেন সৌরভ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *