ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশকে টি-২০ বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছেছিলো ‘মেন ইন ব্লু।’ আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি’র শুরুটাও হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনেই। ২০০৪-এর বাংলাদেশ সফরের আগে দীনেশ কার্তিক ও ধোনি’র মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন নির্বাচকেরা। সৌরভ’ই ধোনি’র উপর আস্থা রাখেন। কেরিয়ারের শুরুতে পরপর কয়েকটি ম্যাচে ঝাড়খণ্ডের তারকা ব্যর্থ হওয়ার পর বিশাখাপত্তনমে নিজের ব্যাটিং পজিশন তরুণ তুর্কিকে ছেড়ে দিয়েছিলেন সৌরভ। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ১৪৮ করেন ধোনি। আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। পায়ের তলার জমি খুঁজে নিয়েছিলেন তিনি।
TOP 5: জহুরীর চোখ মহারাজের! এই ৫ তারকা সৌরভের হাত ধরেই লিখেছে স্বপ্নের গল্প !!
