top-5-talents-whom-sourav-gave-chance
Sourav Ganguly | Image: Getty Images

TOP 5: ২০০০ সালে গড়াপেটা কাণ্ডে ভারতীয় ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা যখন তলানিতে, ঠিক তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অন্ধকার গলি থেকে আলোর সরণিতে দলকে তুলে আনার কাজটা বেশ কঠিন ছিলো। কিন্তু দুর্দান্ত চারিত্রিক দৃঢ়তাকে হাতিয়ার করে সেই কঠিন কাজটাই করে দিয়েছিলেন বাংলার তারকা। নতুন করে ভারতীয় দল’কে গড়েছিলেন সৌরভ। শচীন, দ্রাবিড়, শ্রীনাথদের মত সিনিয়রদের পাশাপাশি একঝাঁক নতুন মুখকে সুযোগ দেওয়ার পথে হেঁটেছিলেন তিনি। দেশের নানা প্রান্ত থেকে খুঁজে এনেছিলেন একের পর এক প্রতিভা। এক দশক বা তার বেশী সময় ধরে যারা দেশের জার্সি গায়ে নিরন্তর পারফর্ম্যান্স করেছেন। আন্তর্জাতিক আঙিনায় শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছেন ভারতীয় দল’কে। তেমনই পাঁচ ক্রিকেটারের কথা রইলো এই প্রতিবেদনে।

Read More: ENG vs IND: তৃতীয় টেস্টে ফিরছেন জসপ্রীত বুমরাহ, ভালো খেলেও দল থেকে বাদ আকাশ দীপ !!

মহেন্দ্র সিং ধোনি-

MS Dhoni and Sourav Ganguly | Image: Getty Images
MS Dhoni and Sourav Ganguly | Image: Getty Images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *