সুরেশ রায়না
‘থালা’ এবং ‘চিন্নাথালা’, এই নামেই চেন্নাই সুপার কিংস ফ্যানদের কাছে পরিচিত ধোনি এবং রায়না। রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করলেও ধোনির ক্যাপ্টেন্সিতে রায়না ভারতীয় দলের মুশকিল আসান হয়ে ওঠেন। ব্যাট হাতে ঝোড়ো ইঙ্গস খেলা হোক, পার্টটাইম স্পিনার হিসেবে ব্রেক-থ্রু এনে দেওয়া বা ডিপ মিড উইকেট থেকে এক থ্রো’তে রানআউট করা, বারবার দল যখনই বিপদে পরেছে রায়নার ওপরেই ভরসা রেখেছেন “ক্যাপ্টেন কুল’। ফর্ম নিয়ে সমালোচনার আঁচ পড়তে দেন নি তাঁর গায়ে।