রোহিত শর্মা
রোহিত শর্মা যে ‘বিস্ময় প্রতিভা’,তা নিয়ে কোনো সন্দেহ কার মনে কখনো ছিলো না। কিন্তু ভারতীয় দলের হয়ে শুরুটা সুখের হয়নি তাঁরও। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ব্যাট হাতে ‘হিট-ম্যান’ হয়ে ওঠার কোনো লক্ষন্ সে সময় তাঁর ব্যাটিং-এ দেখা যায়নি। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে নিজের প্রতিভার সাথে সুবিচার করতে পারছিলেন না তিনি। ধোনির জহুরীর চোখ এড়ায়নি তা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি রোহিতকে ওপেনিং করতে পাঠান। রোহিত নিজেই এই সিদ্ধান্তকে তাঁর কেরিয়ারের “পুনর্জন্ম” বলে আখ্যা দিয়েছেন। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ৩ টি দ্বিশতরান তাঁর ঝুলিতে। এর মধ্যে রয়েছে ইডেন গার্ডেন্সে বিধ্বংসী ২৬৪ রান। ধোনির আশীর্বাদ মাথায় না থাকলে ভারতীয় হয়ত হারিয়ে ফেলতো ‘হিট-ম্যান’কে।