TOP 5: পাঁচ ক্রিকেটার, এম এস ধোনি না থাকলে তারকা হওয়া হত না যাদের !! 1

রবিচন্দ্রণ অশ্বিন

TOP 5: পাঁচ ক্রিকেটার, এম এস ধোনি না থাকলে তারকা হওয়া হত না যাদের !! 2

ক্যারম বল, দুসরা থেকে স্লাইডার, রবিচন্দ্রণ অশ্বিনের তুণে রয়েছে অজস্ত্র বান। কিন্তু তাঁকেও একসময় গ্রাস করেছিলো খারাপ ফর্ম। সমালোচকদের সকল সমালচনার ঝড়-ঝাপটা থেকে ঢাল হয়ে দাঁড়িয়ে অশ্বিনকে রক্ষা করেন ধোনি নিজেই। দল থেকে ছেঁটে না ফেলে তাঁকে বুঝিয়ে দেন যে ক্যাপ্টেন রয়েছেন পাশে। নিজের বোলিং ব্যকরণে বদল এনে সম্পূর্ণ নতুন ভাবে ফিরে আসেন অশ্বিন। আজ টেস্ট ক্রিকেটে তাঁর থেকে ভালো অফস্পিনার খুঁজে পাওয়া দুষ্কর। ৪০০’র বেশি টেস্ট উইকেটের মালিক অশ্বিনের সাফল্যেও এমএসডি’র ভূমিকা যথেষ্ঠ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *