রবীন্দ্র জাদেজা
সৌরাষ্ট্রের জাড্ডু আজ ভারতের ক্রিকেটে পরিচিত নাম। ব্যাটে-বলে না ফিল্ডিঙে,তাঁর মত ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ সারা বিশ্বে এই মুহুর্তে আর হয়ত কেউ নেই। ২০০৯ সালে ভারতের হয়ে অভিষেক করেন তিনি। শুরুটা চমৎকার হলেও চিত্রটা বদলে যায় দ্রুত। ২০১০ টি-২০ বিশ্বকাপে খারাপ ফলাফল এবং খেলোয়াড়দের গাইডলাইন অমান্য করায় আইপিএল থেকে এক বছরের নির্বাসন তাঁর ক্রিকেট কেরিয়ারকেই অনিশ্চিত করে দিয়েছিলো। কিন্তু তাঁর ওপর থেকে বিশ্বাস হারাননি ‘মাহি’। সেই বিশ্বাসের পূর্ণ মর্যাদা দিয়ে আজ ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতীয় দলে নিয়মিত রবীন্দ্র জাদেজা।