TOP 3: রোহিত শর্মা নয়, বরং হার্দিক পান্ডিয়া অধিনায়ক হলে এই ৩ কারণে নিরাপদ হবে ভারতীয় দলের ভবিষ্যৎ !! 1

ফিটনেসে রোহিত শর্মার আগেই থাকবেন হার্দিক-

TOP 3: রোহিত শর্মা নয়, বরং হার্দিক পান্ডিয়া অধিনায়ক হলে এই ৩ কারণে নিরাপদ হবে ভারতীয় দলের ভবিষ্যৎ !! 2

ফিটনেস সমস্যাতেও ভুগছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে আধুনিক ক্রিকেট খেলার জন্য যে ক্ষিপ্রতা প্রয়োজন, প্রায়ই  তা দেখাতে পারছেন না তিনি। ব্যাটিং-এর সময় রানিং বিট্যুইন দ্য উইকেটে সমস্যা হচ্ছে তাঁর। এমনকি ফিটনেসের সমস্যার জন্য দ্রুত বলের লাইনে গিয়ে খেলতেও পারছেন না তিনি। এছাড়াও ফিল্ডিং-এর সময় বেশ শ্লথ মনে হচ্ছে রোহিতকে (Rohit Sharma)। বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে একাধিকবার খুচরো রান নিতে গিয়ে সমস্যায় পড়েছেন তিনি। সিঙ্গলকে দুই রানে পরিবর্তিত করতে পারেন নি। ফিটনেস সমস্যায় এর মধ্যেই বেশ কিছু সিরিজে দলের সঙ্গে যেতে পারেন নি রোহিত শর্মা। বারবার অধিনায়ক বাইরে থাকায় দলের মধ্যে ‘টিম বন্ডিং’ এর ঘাটতি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক বিশেষজ্ঞ। এখনও সরকারী ভাবে তিন ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক তিনি। নিয়মিত বিশ্রাম নিতে থাকলে ক্ষতি হচ্ছে দলের। অপরপক্ষে হার্দিক (Hardik Pandya) ফিটনেসের দিক থেকে অন্যতম সেরা খেলোয়াড়। মাঠে ফিল্ডিং-এর সময় যেমন ক্ষিপ্র, তেমনই বোলিং বা ব্যাটিং-এর সময়েও নিজের ১০০% দিতে পারেন তিনি। গত কয়েক মাসে নিজেকে সক্ষমতার শীর্ষে রাখতে পেরেছেন তিনি। সামনে একদিনের বিশ্বকাপ। তাই এখনই নেতৃত্বের অতিরিক্ত দায়িত্ব ছেড়ে নিজের ফিটনেসের দিকে নজর দেওয়া দরকার রোহিতের। বদলে নেতা হতে পারেন পান্ডিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *