top-3-stars-who-deserve-india-call-up

TOP 3: ১৪০ কোটির দেশ ভারতবর্ষ। ক্রিকেটপাগল দেশে প্রতিভা লুকিয়ে রয়েছে প্রতিটা কোণায়। এই বিপুল জনসংখ্যা থেকে টিম ইন্ডিয়ার (Team India) সেরা একাদশ বেছে নেওয়ার মত কঠিন কাজ করতে হয় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-কে। ঘরোয়া ক্রিকেটের আঙিনা থেকে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর রাস্তা’টি তাই সহজ নয়। এই প্রতিকূলতা এবং বিপুল প্রতিযোগিতার মধ্যেও দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলেছেন বহু ক্রিকেটার। নিজ প্রতিভার জোরেই প্রতিভাত তাঁরা। তবে সবার পক্ষে সম্ভব হয় না তা। দেশের সেরা এগারোতে জায়গা করে নিতে যে মারকাটারি প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় খেলোয়াড়দের, তাতে হয়ত পিছিয়ে পিছিয়ে পড়েন অনেকেই।

ভারতে এমন অনেক ক্রিকেটার’কে আমরা দেখেছি যাঁদের মধ্যে প্রতিভা থাকা সত্ত্বেও হয়ত গায়ে চাপানো হয়নি জাতীয় দলের জার্সি, অথবা অল্প কিছু সুযোগ পেয়েই থেমে থাকতে হয়েছে, বিদায় নিতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে। অমল মুজুমদার, রণদেব বোসদের মত অনেকেই রয়েছেন ঘরোয়া ক্রিকেটে যাঁরা সুনামের সাথে খেললেও জায়গা পান নি ভারতীয় দলে। রয়েছেন মনোজ তিওয়ারির মত তারকাও, যাঁদের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পরিসংখ্যান থাকলেও আন্তর্জাতিক কেরিয়ার বিশেষ লম্বা হয় নি সুযোগের অভাবে। বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা’র না-পসন্দ হওয়ায় এই তালিকায় জুড়তে চলেছে আরও ৩টি নাম।

Read More: রোহিত শর্মার জন্য কাল হয়ে উঠেছেন কাব্য মারানের এই প্রিয় খেলোয়াড়, শীঘ্রই করবেন টিম ইন্ডিয়া থেকে আউট !!

সরফরাজ খান-

Sarfaraz Khan | Team India | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

তালিকায় প্রথমেই যাঁর নাম থাকবে তিনি সরফরাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের আসরে লাগাতার দুর্দান্ত পারফর্ম করে আসছেন। ২০১৯ থেকে ২০২২ অবধি, অর্থাৎ প্রায় চার বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০’র উপরে গড় ছিলো সরফরাজের। তিনি ২০১৯-২০ রঞ্জি মরসুমে ১৫৪.৬৬ গড়ে করেছিলেন ৯২৮ রান। ২০২১-২২ রঞ্জি মরসুমে ৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে ১২২.৭৫ গড়ে এসেছিলো ৯৮২ রান। ২০২২-২৩ মরসুমেও মাত্র ৬ ম্যাচ খেলে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি। কেবল রঞ্জি ট্রফি নয়, ভারত-এ দলের হয়েও বেশ কিছু ভালো ইনিংস রয়েছে তাঁর। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে অর্ধশতক করেছেন। ঘরের মাঠে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও এসেছে শতরান।

প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারে সরফরাজ (Sarfaraz Khan) ৪৫ ম্যাচে করেছেন ৩৯১২ রান। ব্যাটিং গড় ৬৯.৮৫। সর্বোচ্চ গড়ের নিরিখে ক্রিকেট ইতিহাসে তৃতীয় স্থানে তিনি। রয়েছেন কেবল ডন ব্র্যাডম্যান ও বিজয় মার্চেন্টের পরেই। তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার (Team India) দরজা বন্ধই রয়েছে তাঁর সামনে। ২০২২-এর শেষে বাংলাদেশ সিরিজে সরফরাজ সুযোগ পেতে পারেন বলে শোনা গিয়েছিলো। কিন্তু ডাক আসে নি। তারপর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও জাতীয় দলের বাইরেই রয়েছেন সরফরাজ। সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির বিকল্প হিসেবেও সরফরাজকে ভাবা হয় নি।

রিয়ান পরাগ-

Riyan Parag | Team India | Image: Twitter
Riyan Parag | Team India | Image: Twitter

তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন অসমের রিয়ান পরাগ (Riyan Parag)। আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত নাম তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন অসমের তরুণ। গত বছরের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একার কাঁধে নিজের রাজ্য দলকে অনেকখানি দূর অবধি নিয়ে গিয়েছিলেন। পরপর চার ম্যাচে করেন অর্ধশতক। চণ্ডীগড়ের বিরুদ্ধে ৭৬ রান করেন, হিমাচলের বিরুদ্ধে আসে ৭২ রান। এরপর কেরলের বিপক্ষে ৫৭* আসে তাঁর ব্যাট থেকে। বাংলাকেও অসম হারায় রিয়ানের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে। প্রত্যেকটি ম্যাচে ব্যাটে রান করার পাশাপাশি বোলিং-এ উইকেট নেন তিনি।

এমার্জিং এশিয়া কাপেও রিয়ান বুঝিয়েছিলেন আদর্শ অলরাউন্ডার হয়ে ওঠার গুণ রয়েছে তাঁর মধ্যে। কেবল টি-২০ বা ওয়ান ডে নয়, ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটেও তিনি যে সমান দক্ষ, তা রিয়ান (Riyan Parag) প্রমাণ করে দিয়েছেন চলতি ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে। প্রথম ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে হেরেছে অসম। তবুও রিয়ানের লড়াকু ১৫৫ রানের ইনিংস নজর কেড়েছে।  দ্বিতীয় ম্যাচে কেরলের মুখোমুখি হয়েছিলো অসম। ফের ১১৬ রানের ইনিংস খেলেন তিনি।  তৃতীয় ম্যাচেও করেন ৭৫। ভালো ছন্দে থাকা সত্ত্বেও জাতীয় দলের আলোচনায় এখনও অবধি রিয়ান পরাগের নাম শোনা যাচ্ছে না। বরং জাদেজা-অক্ষর প্যাটেলদেরকেই লাগাতার খেলিয়ে চলেছে টিম ইন্ডিয়া (Team India)।

তন্ময় আগরওয়াল-

Tanmay Agarwal | Team India | Image: Twitter
Tanmay Agarwal | Image: Twitter

তালিকায় তৃতীয় নাম হতে পারেন তন্ময় আগরওয়াল (Tanmay Agarwal)। হায়দ্রাবাদের ২৮ বর্ষীয় ক্রিকেটার সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ ত্রিশতক করে। প্রথম শ্রেণির খেলায় ম্যাচের প্রথম দিনেই ত্রিশতকের শৃঙ্গ জয়ের মত অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তিনি। ইতিহাসের দ্রুততম ত্রিশতক করার রেকর্ড’ও নিজের নামে করেছেন তিনি। গতকাল ৩২৩ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সুযোগ ছিলো ভাউসাহেব নিম্বলকরের রেকর্ড ভেঙে রঞ্জি ট্রফি ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হওয়ার। এমনকি ব্রায়ান লারা’র ৫০১ রানের ইনিংসকেও ছাপিয়ে যাওয়ার যথেষ্ট সময় ছিলো তন্ময়ের সামনে।

আজ ৩৬৬ রানে শেষমেশ আউট হন তিনি। রঞ্জি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ইনিংসটি খেললেন তন্ময় (Tanmay Agarwal)। অরুণাচলের বিরুদ্ধে কেবল একটি ইনিংস নয়, হায়দ্রাবাদের হয়ে ওপেনার তন্ময়ের ধারাবাহিকতা চোখে পড়ার মত। গত ম্যাচেই সিকিমের বিরুদ্ধে ১৩৭ করেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট-এ মিলিয়ে গত দশ ইনিংসের মধ্যে ৬ বার পঞ্চাশের গণ্ডী টপকেছেন তিনি। এর মধ্যে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছেন চার বার। স্বপ্নের ফর্মে থাকা তন্ময়কেও জাতীয় দলের বৃত্তে আনলে লাভ হতে পারে টিম ইন্ডিয়া’র (Team India)। কিন্তু আপাতত সেই ভাবনা যে নেই তা পরিষ্কার রোহিত-দ্রাবিড়দের স্ট্র্যাটেজিতে।

Also Read: Team India: বিরাট-রোহিতের পিছনে খামোখাই সময় নষ্ট করছে বিসিসিআই, এই ৩ কারণ দিচ্ছে প্রমাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *