TOP 3: চোটপ্রবণ বুমরাহকে নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় দল ! পরিবর্ত হিসেবে টেস্টে সুযোগ পেতে পারেন এই ৩ বোলার !! 1

উমরান মালিক-

Umran Malik | image: twitter
Umran Malik’s pace makes him a perfect replacement for Bumrah in overseas conditions

গত আইপিএলে গতির ঝড় তুলে সকলকে চমকে দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের উমরান মালিক (Umran Malik)। ভক্তেরা তাঁকে আদর করে ‘জম্মু এক্সপ্রেস’ বলেই ডাকছেন আজকাল। শোয়েব আখতারের ১৬১.১ কিলোমিটার বেগে বল করার রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তবে তা উমরান। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ১৫০ কিলোমিটার গতির উপরে বল করতে সক্ষম তিনি। ইতিমধ্যেই টি-২০ এবং একদিনের ক্রিকেটে দ্রুততম ভারতীয় বোলারের তকমা আদায় করে নিয়েছেন। কেরিয়ারে ৭ টি একদিনের ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। ৬ টি-২০ তে শিকার ৯ টি। লাল বলের ক্রিকেটেও একদম অনভিজ্ঞ নন ২৩ বর্ষীয় পেসার। নিজের রাজ্য জম্মু-কাশ্মীরের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। উমরানের (Umran Malik) মূল অস্ত্র তাঁর গতি। তাঁর ডেলিভারি খেলতে পিছিয়ে আসেন বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ হয়ে উঠতে পারে উমরানের গতি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পিচে যেখানে গতি ও বাউন্স বড় ভূমিকা নেয়, সেখানে বিশেষরূপে কার্যকর হয়ে উঠতে পারেন তিনি। তাই বুমরাহকে না পাওয়া গেলে টেস্ট ক্রিকেটেও জম্মু এক্সপ্রেসকে খেলিয়ে বিপক্ষকে বেলাইন করার পন্থা নিতে পারে ‘টিম ইন্ডিয়া।’

Read More: সতীর্থ ক্রিকেটারের বান্ধবীর সঙ্গে নোংরামির চূড়ান্ত Babar Azam-এর, অশ্লীল এমএমএস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *