শিভম মাভি-

উত্তরপ্রদেশের তরুণ ফাস্ট বোলার শিভম মাভিকেও ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভেবে দেখতে পারে ভারতীয় দল। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ছিলেন বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর। সেই আসরে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিয়মিত বল করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় নিরন্তর নিজেকে প্রমাণ করেছেন মাভি (Shivam Mavi)। বিজয় হাজারে ট্রফিতে নিয়েছেন হ্যাট্রিক। রঞ্জি ট্রফিতেও পেয়েছেন সাফল্য। কেরিয়ারে মাত্র ১১ টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৭টি উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছেন তিনি। বোলিং গড় ১৯.৭১। আইপিএলে’ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ কিছু বছর খেলার পর আগামী মরসুমের জন্য পা বাড়িয়েছেন গুজরাতে। সম্প্রতি ধারাবাহিকভাবে ভালো প্রদর্শন করার পুরষ্কার পেয়েছেন মাভি (Shivam Mavi)। ভারতের ১০০তম টি-২০ খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছে তাঁর। আর অভিষেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। ওয়াংখেড়ের ময়দানে কঠিন পরিস্থিতিতে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়া দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতেও ভালো খেলেন তিনি। বুমরাহকে একান্ত না পাওয়া গেলে শিভম মাভিকে সুযোগ দেওয়ার পথে হাঁটতে পারে বিসিসিআই।