TOP 3: চোটপ্রবণ বুমরাহকে নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় দল ! পরিবর্ত হিসেবে টেস্টে সুযোগ পেতে পারেন এই ৩ বোলার !! 1

TOP 3: জসপ্রীত বুমরাহকে ঠিক কবে আবার ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে তা নিয়ে ধন্দে বিশ্বের ক্রিকেটমহল। টি-২০ বিশ্বকাপের আগে পিঠের সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে প্রাথমিকভাবে বিশ্বকাপগামী দলে রাখা হলেও পরে বাদ দিতে হয়। বুমরাহ’র (Jasprit Bumrah) জায়গায় বেছে নিতে হয় মহম্মদ শামিকে (Mohammed Shami)। দেশের সেরা পেস অস্ত্রকে নিঃসন্দেহে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চে ‘মিস’ করেছে দল। দীর্ঘ চিকিৎসা চলেছে, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলেছে, তা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহের ফেরার কোনো নিশ্চয়্তা এখনই দিতে পারছেন না কেউ। শোনা গিয়েছিলো বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টেস্টে দলে ফিরতে পারেন তিনি। কিন্তু বাস্তবে তা দেখা যায় নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে নাটকীয়ভাবে যোগ করা হয়েছিলো তাঁকে। কিন্তু শেষবেলায় সেই বাদই দিতে হয় বুমরাহকে (Jasprit Bumrah)। শোনা যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরামর্শেই নাকি বাইরে রাখা হচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে ভারতের। অজিদের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষিত হলেও জায়গা হয় নি বুমরাহ’র। এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে, রয়েছে একদিনের বিশ্বকাপ। তাই চোটপ্রবণ বুমরাহ’র (Jasprit Bumrah) পরিবর্ত হিসেবে এই ৩ বোলারকে এখন থেকেই বড় মঞ্চের জন্য তৈরি করার পন্থা নিতে পারে BCCI।

মুকেশ কুমার-

Mukesh Kumar | image: twitter
Bengal pacer Mukesh Kumar can replace Jasprit Bumrah in India’s test sqaud

ভারতীয় দলের রেডারে রয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। বিহারের গোপালগঞ্জ জেলায় জন্ম মুকেশের। বাবা পেশায় অটো ড্রাইভার। জীবিকার সন্ধানে বিহার ছেড়ে কলকাতায় এসেছিলেন মুকেশ। জড়িয়ে পড়েন ক্রিকেটের দুনিয়ায়। বাংলা দলের ট্রায়ালে তাঁকে দেখে পছন্দ হয়েছিলো কোচ রণদেব বোসের (Ranadeb Bose)। তখন থেকেই জন্মভূমি বিহারের বদলে কর্মভূমি বাংলার হয়েই খেলছেন তিনি। লাইন লেন্থে দুরন্ত নিয়ন্ত্রণ রয়েছে মুকেশের (Mukesh Kumar)। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি ভারতের ‘এ’ দলের হয়েও নিয়মিত দেশে-বিদেশে খেলছেন তিনি এখন। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন। অভিষেক না হলেও আন্তর্জাতিক আঙিনার স্বাদ পেয়েছেন অবশ্যই। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও দলে রয়েছেন মুকেশ (Mukesh Kumar)। টেস্ট দলেও তাঁকে ভেবে দেখতে পারে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। কেরিয়ারে ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩০ টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ২১.১০। বাংলাকে ২০২০ সালে রঞ্জি ট্রফির ফাইনালে তোলার অন্যতম কারিগর মুকেশ সুযোগ পেয়েছেন আইপিএলেও। নেট বোলার হিসেবে দিল্লী ক্যাপিটালস শিবিরে ছিলেন তিনি। তাঁর দক্ষতায় মুগ্ধ হয়ে গত ডিসেম্বরের ‘মিনি’ নিলামে ৫.২৫ কোটি টাকায় মুকেশকে দলে নিয়েছে তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *