যশ ধূল-

দিল্লীর যশ ধূল আগামী দশকে বিশ্বক্রিকেটকে শাসন করবেন বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। বাইশ গজে নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাঁর মধ্যে সহজাত। ভারতীয় দলকে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এক বছরের মধ্যেই দিল্লীর মত ‘হাই প্রোফাইল’ রঞ্জি দলের নেতা বেছে নেওয়া হয়েছে বছর কুড়ির যশ ধূলকেই (Yash Dhull)। ১০০-র বেশী টেস্ট খেলা ঈশান্ত শর্মার (Ishant Sharma) বদলে যশের অধিনায়ক হওয়াই প্রমাণ করে যে তিনি ‘স্পেশ্যাল। এর মধ্যে দিল্লীর হয়ে ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। পেরিয়ে গিয়েছেন ১০০০ রানের গণ্ডী। রয়েছে দ্বিশতকও। ব্যাটিং গড় ৫৩.১০। আর টি-২০ তে ধূলের পারফর্ম্যান্স অভাবনীয়। ২০২২ সালের সৈয়দ মুস্তাক আলিতে পৃথ্বী শ, ঋতুরাজ গায়কোয়াড়দের পিছনে ফেলে সর্বোচ্চ রান করেন তিনি। মাত্র ৮ ম্যাচে ৩৬৩ রান আসে যশের ব্যাট থেকে। ব্যাটিং গড় ৭২.৬০। করেন ৩ টি অর্ধশতকও। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে খেলানোর গুঞ্জন শোনা গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে থাকবেন বলে শোনা যাচ্ছিলো। তা আর হয় নি। জায়গা হয় নি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলেও। কিন্তু ২০২৪ সালের আগামী টি-২০ বিশ্বকাপের কথা ভেবে যশ ধূলকে (Yash Dhull) ভারতীয় দলে সুযোগ দেওয়া অত্যন্ত জরুরী।