TOP 3: নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০তে খুললো না ‘টিম ইন্ডিয়া’র দরজা ! ভালো খেলেও বাইরে এই ৩ তরুণ ক্রিকেটার !! 1

অভিষেক শর্মা-

Abhishek Sharma | image: twitter
Punjab’s Abhishek Sharma can be a good allrounder option for India in future

পাঞ্জাবের বাইশ বর্ষীয় তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মার (Abhishek Sharma) সাথে তুলনা হচ্ছে কিংবদন্তী যুবরাজ সিং-এর। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো যুবরাজ স্বয়ং পঞ্চমুখ অভিষেকের প্রশংসায়। যুবরাজের (Yuvraj Singh) মত বাঁ-হাতি ব্যাটার তিনি, বল’ও করেন বাঁ-হাতেই। ইতিমধ্যেই তাঁর ব্যাটিং সাড়া ফেলে দিয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের বৃত্তে। কয়েকমাস আগের বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ৩০২ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৪৪ এর কাছাকাছি। কর্ণাটকের বিরুদ্ধে কঠিন ম্যাচে একা কুম্ভ হয়ে তাঁর ১০৯ রানের ইনিংসটি তারিফ কুড়িয়ে নিয়েছিলো সকলের। টি-২০ ক্রিকেটেও বেশ সপ্রতিভ তিনি। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন অভিষেক। ২০২৩ সালে দল গড়ার সময় কেন উইলিয়ামসন, নিকোলাস পুরানদের মত মহাতারকাদের ‘রিলিজ’ করে দিলেও অভিষেকের (Abhishek Sharma) প্রতিভার সঠিক মূল্যায়ন করে তাঁকে ‘রিটেনশন’ তালিকাতেই রেখেছে ‘অরেঞ্জ আর্মি।’ আইপিএলের এর মধ্যে ৩৬ ম্যাচে ৬৬৭ রান রয়েছে তাঁর। আর সমগ্র টি-২০ কেরিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ১৪৭৬ রান। ব্যাটিং গড় ২৭.৮৪। স্ট্রাইক রেট ১৩৫.০৪। ব্যাটের পাশাপাশি বল হাতেও কার্যকরী হয়ে উঠতে পারেন তিনি। টি-২০ কেরিয়ারে অভিষেকের উইকেট সংখ্যা ২৬। আগামী কথা ভেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া উচিৎ ছিলো অভিষেক শর্মাকেও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *