TOP 3: আগামী মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। সম্ভবত তার পরেই কোচ বদলের পথে হাঁটছে টিম ইন্ডিয়া (Team India)। গত ২০২১-এর শেষের দিকে রবি শাস্ত্রী (Ravi Shastri) সরে যাওয়ার পর হটসিটে বসেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রথম মরসুমে দলকে বিশেষ সাফল্য এনে দিতে পারেন নি তিনি। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ায় দ্রাবিড়ের নিয়োগ নিয়ে উঠতে শুরু করেছিলো প্রশ্ন। তবে তাঁর হাত ধরে দল ঘুরে দাঁড়িয়েছিলো ২০২৩-এ। শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ (Asia Cup) জেতে তারা। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল খেলে। দুর্ভাগ্যজনক ভাবে দুই টুর্নামেন্টেই খেতাব হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার।
গত নভেম্বরেই চুক্তি শেষ হয়েছিলো রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। কে হবেন নতুন কোচ তা নিয়ে চলছিলো জলঘোলা। পরে দ্রাবিড়ের সাথেই চুক্তি নবীকরণের ঘোষণা করে বিসিসিআই। যদিও চুক্তির মেয়াদ কতদিন তা জানানো হয় নি। এই বিষয়ে অবশেষে দিনকয়েক আগে মুখ খুলেছেন বোর্ড সচিব জয় শাহ। জানিয়েছেন ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই নতুন করে কোচের সন্ধান করতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। তাঁরা যে অন্তত ৩ বছরের জন্য কাউকে চাইছেন, তাও স্পষ্ট করেছেন তিনি। একই সাথে রাহুল দ্রাবিড়ের কাছেও যে নতুন করে আবেদন করার রাস্তা খোলা রয়েছে, জানিয়েছেন তাও। তবে ক্রিকেটমহলের ধারণা দ্রাবিড় নন, বরং এই তিনজনের মধ্যে কাউকে দেওয়া হবে দায়িত্ব।
Read More: IPL 2024: “এটা অত্যন্ত লজ্জার বিষয়…” কে এল রাহুলের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি, তীব্র কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কাকে !!
আশিষ নেহরা-
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে টিম ইন্ডিয়ার কোচ হতে পারেন আশিষ নেহরা (Ashish Nehra)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং পরামর্শদাতা ছিলেন এক সময় নেহরা। হেড কোচ হিসেবে পূর্ণ দায়িত্ব পান গুজরাত টাইটান্স শিবিরে নাম লিখিয়ে। সুযোগ পেয়েই বাজিমাত করেছেন নেহরা। ২০২২ মরসুমে তাঁর প্রশিক্ষণেই ট্রফি জেতে গুজরাত (GT)। ২০২৩ সালেও কোচ হিসেবে নজর কাড়েন তিনি। তাঁর দল গুজরাত টাইটান্স পা রেখেছিলো আইপিএলের (IPL) ফাইনালে। নেট সেশন থেকে ম্যাচ চলাকালীন-বাইশ গজের খেলায় দলের প্রতিটি খেলোয়াড়ের সাথে প্রতি মুহূর্তে তাঁর সংযোগ রেখে চলার স্ট্র্যাটেজির প্রশংসা করেছেন ক্রিকেটবোদ্ধারা। দল গঠনের ক্ষেত্রেও মাঝেমধ্যে চেনা ছকের বাইরে হাঁটতে দেখা যায় তাঁকে। কোচ হিসেবে নেহরা এক্স-ফ্যাক্টর হতে পারেন বলে মনে করা হচ্ছে।
গৌতম গম্ভীর-
টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তনী গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir) পরবর্তী কোচ হওয়ার দৌড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। নিজে যখন ক্রিকেটার ছিলেন, তখনই ট্যাকটিশিয়ান হিসেবে নাম কুড়িয়েছিলেন গম্ভীর। ভারতীয় দলের হয়ে বেশী ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান নি। কিন্তু দীর্ঘ সময় অধিনায়ক ছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR)। তখন নেতা হিসেবে জাত চিনিয়েছিলেন। দলকে এনে দিয়েছিলেন জোড়া আইপিএল ট্রফি। অবসরের পর গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে (LSG)। প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন সেখানেও।
নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌকে পরপর দুই মরসুমে প্লে-অফে নিয়ে যাওয়ার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তাঁর। এবার তিনি মেন্টর হিসেবে ফিরেছেন নাইট রাইডার্সে (KKR)। গম্ভীরের ছোঁয়ায় বদলে গিয়েছে নাইটরা। এই মুহূর্তে লীগ টেবিলে এক নম্বরে তারা। রয়েছে ট্রফি জেতার দৌড়েও। সুনীল নারাইনকে দিয়ে ওপেন করানো, হর্ষিত রাণা, বৈভব আরোরার মত তরুণদের প্রমুখ বোলার হিসেবে ব্যবহার করার মত ‘হটকে’ সিদ্ধান্ত নিয়ে যেভাবে কলকাতাকে আইপিএল জয়ের দৌড়ে সামিল করেছেন গম্ভীর (Gautam Gambhir), কোচ হিসেবে ভারতকেও তেমন সাফল্য এনে দিতে পারবেন তিনি, আশাবাদী বিশেষজ্ঞরা।
যুবরাজ সিং-
তালিকায় তৃতীয় নাম হতে পারেন যুবরাজ সিং (Yuvraj Singh)। সাদা বলের খেলায় ভারতের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার ছিলেন যুবরাজ। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয় হোক বা ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জয়-দুই ক্ষেত্রেই বিরাট অবদান ছিলো যুবরাজের। শরীরে ক্যান্সারের মত মারণরোগ বাসা বাঁধলেও তাকে তুচ্ছ করে ২০১১’র বিশ্বকাপ খেলেছিলেন তিনি। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরষ্কার। ২০১৭ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। এরপর অবসর ঘোষণা করেন। নিজে ব্যাট হাতে আর মাঠে না নামলেও আপাতত পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করতে ব্যস্ত তিনি।
যুবরাজের অন্যতম পছন্দের দুই ছাত্র শুভমান গিল (Shubman Gill) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। শুভমান ইতিমধ্যেই ভারতীয় দলে নিয়মিত। প্রায়শই তাঁকে দেখা যায় পরামর্শের জন্য যুবরাজের শরণাপন্ন হতে। অন্যদিকে পাঞ্জাবের তরুণ অভিষেক শর্মা’ও চলতি আইপিএলে দারুণ খেলেছেন। একের পর এক ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। প্রশিক্ষক ও পরামর্শদাতা হিসেবে যুবরাজ কতটা উঁচু মানের, তা তাঁর দুই ছাত্রের পারফর্ম্যান্স থেকেই পরিষ্কার। তিনি ভারতীয় দলের কোচ হিসেবে যদি আরও বড় মঞ্চে কাজ করার সুযোগ পান, তাহলে আদতে টিম ইন্ডিয়ারই (Team India) লাভ বলে মনে করছে ক্রিকেটমহল।