top-3-failed-run-chases-by-ms-dhoni

২০১৬, বনাম ওয়েস্ট ইন্ডিজ-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

ফ্লোরিডার লডারহিলে মুখোমুখি হয়েছিলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ব্যাটিং করে রানের পাহড় গড়েছিলো ক্যারিবিয়ানরা। এভিন ল্যুইস ও জনসন চার্লসের অনবদ্য ব্যাটিং-এর সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ২৪৪। জবাবে ব্যাট করতে নেমে ভালো এগোচ্ছিলো ভারতীয় দল’ও। ২৮ বলে ৬২ করেন ওপেনার রোহিত শর্মা। অসামান্য ব্যাটিং করেছিলেন কে এল রাহুল’ও,। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডোয়েন ব্র্যাভোদের ব্যাকফুটে ঠেলে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছিলেন কর্ণাটকের তারকা। শেষ বলে প্রয়োজন ছিলো মাত্র ২ রান। ভারত যে জিতবে তা কার্যত ধরেই নিয়েছিলেন ক্রিকেটজনতা। কিন্তু অবিশ্বাস্য ঘটনা চোখে পড়ে মার্কিন মুলুকে। ব্র্যাভোর বলে মার্লন স্যামুয়েলসের হাতে ক্যাচ দিয়ে বসেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তীরে এসে তরী ডোবে ‘মেন ইন ব্লু’র। ৫১ বলে ১১০ করেও সেদিন পরাজিতের দলেই নাম লেখাতে হয় রাহুলকে।

Also Read: IND vs BAN: বাংলাদেশ সফর ঘিরে মিললো আলোর দিশা, এই দিনে মাঠে নামছেন কোহলি-রোহিত’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *