top-3-failed-run-chases-by-ms-dhoni

২০২৪, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

গত আইপিএলে গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে ছিলো দুই দলই। আরসিবি’কে অন্তত ১৮ রানের ব্যবধানে জিততে হত সেদিন। আর চেন্নাইয়ের জন্য অপেক্ষাকৃত সহজ ছিলো সমীকরণ। ১৮ রানের কম ব্যবধানে হারলেও পরবর্তী পর্বের দরজা খুলে যেত তাদের সামনে। সেদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করতে নেমে বেঙ্গালুরু তুলেছিলো ২১৮ রান। চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনি (MS Dhoni) যখন মাঠে নেমেছিলেন, তখন তাদের প্রয়োজন ছিলো ৩০ বলে ৯০ রান। প্রাক্তন অধিনায়কের ব্যাটে মিরাক্‌ল-এর আশায় ছিলেন সিএসকে অনুরাগীরা। কিন্তু সেদিন দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেন নি মহাতারকা। ২০তম ওভারর দ্বিতীয় বলেই যশ দয়ালের শিকার হন তিনি। ২৭ রানের ব্যবধানে হেরে ছিটকে যায় চেন্নাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *