top-3-failed-run-chases-by-ms-dhoni

TOP 3: সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ফিনিশারদের তালিকায় নিঃসন্দেহে সবার উপরে আসবে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) নাম। দেড় দশকের ওয়ান ডে কেরিয়ারে ৮৪টি ম্যাচে অপরাজিত থেকেছেন তিনি। এই রেকর্ড নেই আর কারও। আন্তর্জাতিক আঙিনায় ও আইপিএলের আসরে অসংখ্য বার ছক্কা মেরে ম্যাচ শেষ করতে দেখা গিয়েছে ধোনি’কে। চাপের মুহূর্তে তাঁর মাথা ঠাণ্ডা রাখার আশ্চর্য দক্ষতা সাফল্য এনে দিয়েছে তাঁর দল’কে। তবে মুদ্রার উলটো পিঠও যে দেখা যায় নি তা নয়। ‘ল অফ অ্যাভারেজের’ শিকারও বেশ কয়েকবার হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ম্যাচ শেষ অবধি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ডুবিয়েছেন দল’কে। ব্যর্থ হয়েছেন ম্যাচ ‘ফিনিশ’ করে মাঠ ছাড়তে। তেমনই তিনটি ঘটনা রইলো এই প্রতিবেদনে।

Read More: মাঠের মধ্যেই তুমুল তর্কাতর্কি, ঋষভ পান্থ এবং হ্যারি ব্রুকের ভিডিও ভাইরাল !!

২০১৯, বনাম নিউজিল্যান্ড-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni vs New Zealand in 2019 World Cup | Image: Getty Images

‘ফিনিশার’ ধোনি’র (MS Dhoni) সবচেয়ে বড় ব্যর্থতা সম্ভবত ২০১৯-এর ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে জয় এনে দিতে না পারা। বৃষ্টির কারণে ম্যাঞ্চেস্টারে দুই দিন ধরে চলেছিলো ম্যাচটি। নিউজিল্যান্ডের তোলা ২৩৯-এর জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিলো ‘মেন ইন ব্লু।’ হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ধোনি স্বয়ং। ৩২ করে হার্দিক আউট হওয়ার পর জুটি গড়েন রবীন্দ্র জাদেজার সঙ্গে। দুই সিনিয়র তারকার দাপটে আস্তে আস্তে জয়ের দিকে এগোচ্ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ৪৮তম ওভারের পঞ্চম বলে ধাক্কা খায় তারা। ৭৭ করে ফেরেন জাদেজা। ১৩ বলে তখন প্রয়োজন ছিলো ৩২ রান। সকলের নজর ছিলো ধোনি’র দিকে। পারেন নি ৭ নম্বর জার্সিধারী তারকা। ৪৯তম ওভারে মার্টিন গাপ্টিলের থ্রো’তে রান-আউট হন তিনি। ভারত ছিটকে যায় বিশ্বকাপ থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *