স্টিভের অস্ট্রেলিয়াকে থামিয়েছিলেন সৌরভ-

নয়া শতাব্দীর শুরুতে যখন গড়াপেটা কাণ্ডের অন্ধকারে ডুবে ভারতীয় ক্রিকেট, তখন আলোর দিশারি হয়ে উঠেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কার্যত নিজের হাতে দল গড়েছিলেন তিনি। সৌরভ জমানায় বদলে যাওয়া টিম ইন্ডিয়ার ছবিটা প্রথম দেখা গিয়েছিলো ২০০১ সালের বর্ডার-গাওস্কর ট্রফিতে। স্টিভ ওয়া’র অশ্বমেধের গোড়া রুখে দিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়ার পরেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলো তারা। মনস্তত্বের লড়াই খেলা শুরুর আগেই চালু করে দিয়েছিলেন সৌরভ। টসের সময় অপেক্ষা করিয়েছিলেন প্রতিপক্ষ অধিনায়ক স্টিভ’কে।
ইডেনে যখন সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয় তখন ভারত পিছিয়ে ০-১ ফলে। ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ জয়ের নেশায় বুঁদ অজি’রা প্রথম ইনিংসে কার্যত ছেলেখেলা করে ভারতকে নিয়ে। ফলো-অন করতে হয় তাদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রত্যাঘাত করে সৌরভের দল। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবিশ্বাস্য জুটিতে বড় লিড পায় তারা। চতুর্থ ইনিংসে ব্যাগি গ্রিনের শৌর্য মাটিতে মিশিয়ে দেন হরভজন সিং। প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্ট হ্যাটট্রিক পান তিনি। কার্যত মিরাক্ল ঘটিয়ে জয় পায় ভারত। ভাজ্জির সেই সাফল্যের পিছনেও অবদান ছিলো সৌরভের। নির্বাচকদের বিরুদ্ধে গিয়ে তরুণ স্পিনারকে সেদিন দলে নিয়েছিলেন তিনি।