TOP 3: ভারতীয় ক্রিকেটারদের দ্বারা অর্জন করা ৩টি মাইলস্টোন, যার সাক্ষী থেকেছেন "ক্যাপ্টেন কুল" মহেন্দ্র সিং ধোনি !! 1

প্রথম ভারতীয় হিসেবে টি-২০ শতরান সুরেশ রায়নার-

Suresh Raina | image: twitter
MS Dhoni was there to congratulate Suresh Raina when he scored his and India’s first ever T20i century

২০১০ টি-২০ বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে বীরেন্দ্র শেহবাগ এবং গৌতম গম্ভীর না থাকায় দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং মুরলী বিজয় (Murali Vijay) ওপেন করেছিলেন ভারতের জার্সিতে। কিন্তু মাত্র দুই বলের মাথায় বিজয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো ভারতীয় দল। তিন নম্বরে ব্যাট করতে মাঠে নামেন সুরেশ রায়না (Suresh Raina)। সৌভাগ্য যেন সেদিন সাথে নিয়েই নেমেছিলেন রায়না, ইনিংসের একদম গোড়ার দিকেই একবার তালুবন্দী হয়েছিলো রায়নার শট, তবে বোলার নো-বল করায় বেঁচে যান তিনি। এরপর আর সুযোগ দেন নি। ডেল স্টেইন (Dale Steyn), জ্যাক ক্যালিস, মর্ণি এবং অ্যালবি মর্কেল সমৃদ্ধ শক্তিশালী প্রোটিয়া বোলিং-কে বিন্দুমাত্র রেয়াত না করে একের পর এক বড় শট খেলতে থাকেন তিনি। রায়নার (Suresh Raina) নিধনযজ্ঞে সবচেয়ে খারাপ অবস্থা হয় বোলার ররি ক্লেইনভেল্টের। ১৯তম ওভারে ইউসুফ পাঠান আউট হওয়ার পর বাইশ গজে আসেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ছোটো কিন্তু কার্য্যকরী একটি ক্যামিও ইনিংস খেলে ভারতের স্কোর ১৮০ পার করিয়ে দেন অধিনায়ক। ৯৫ রানের মাথায় দাঁড়িয়ে ছক্কা মেরে শতরানের মাইলফলক স্পর্শ করেন সুরেশ রায়না। একই সাথে প্রথম ভারতীয় হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করার নজির স্থাপন করেন। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০ শতরান করার পাশাপাশি রায়না তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে শতরান সম্পূর্ণ করেন। এই ক্ষেত্রেও বাইশ গজের অপর প্রান্তে রায়না’কে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনিই (MS Dhoni)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *