TOP 3: ভারতীয় ক্রিকেটারদের দ্বারা অর্জন করা ৩টি মাইলস্টোন, যার সাক্ষী থেকেছেন "ক্যাপ্টেন কুল" মহেন্দ্র সিং ধোনি !! 1

যুবরাজ সিং-এর ছয় বলে ছয় ছক্কার রেকর্ড-

Yuvraj Singh | image: twitter
Yuvraj Singh celebrated with non-striker MS Dhoni after hitting six sixes off Stuart Broad

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারত জিতে নেয় দক্ষিণ আফ্রিকার মাটিতে। ডারবানের মাটিতে স্টুয়ার্ট ব্রড’কে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইতে নাম তোলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে আবহাওয়া রীতিমত উত্তপ্ত ছিলো। মাঠে যুবরাজের সঙ্গে ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের (Andrew Flintoff) তর্কাতর্কি হয়। তার ফল অবশ্য ভুগতে হয় তরুণ ব্রডকে। ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলটিকে কাউ কর্ণারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান ভারতীয় অলরাউন্ডার। ব্রডের (Stuart Broad) দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগের উপর দিয়ে ফ্লিক করে। তৃতীয় বলটিরও একই দশা হয়, তবে এই ছক্কার মারার জন্য যুবরাজ বেছে নেন এক্সট্রা কভার অঞ্চলকে। হতদ্যম ব্রডের চতুর্থ বলটি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে যায়। বাঁ-হাতি যুবরাজ ওভারের পঞ্চম বলটিকে বাইরে পাঠান মিড উইকেট অঞ্চল দিয়ে। গোটা মাঠের প্রার্থনাকে সত্যি করে ব্রডের (Stuart Broad) ষষ্ঠ বলটিকে মিড-অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে প্রথম টি-২০ ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা মারার নজির গড়েন যুবি (Yuvraj Singh)। একই সাথে মাত্র ১২ বলে ৫০ রান করে তৈরি করেন দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। এই ম্যাচেও নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে খুব সামনে থেকে ইতিহাস তৈরি হতে দেখেন মহেন্দ্র সিং ধোনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *