TOP 3: এমন ৩ জন তারকা যারা আসন্ন আইপিএলের মিনি নিলামে এবার অবিক্রিত থেকে যাবেন !! 1

৩) ডেভিড মিলার-

TOP 3: এমন ৩ জন তারকা যারা আসন্ন আইপিএলের মিনি নিলামে এবার অবিক্রিত থেকে যাবেন !! 2
David Miller | Image: Twitter

টি-টোয়েন্টিতে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচয় তৈরি করেছেন ডেভিড মিলার (David Miller)। দক্ষিণ আফ্রিকান এই তারকা শেষ আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অংশ ছিলেন। ৭.৫০ কোটি টাকার রেকর্ড দামে এই তারকাকে দলে নিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে হতাশ করেন‌। ১১ ম্যাচে তার ব্যাট থেকে আসে মোট মাত্র ১৫৩ রান। সর্বোচ্চ ২৭ রানে ইনিংস গড়তে সক্ষম হন। ২০২৪ আইপিএলের মরসুমেও ডেভিড মিলার প্রভাব ফেলতে পারেন‌নি। বর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের হয়ে অংশগ্রহণ করছেন এই তারকা। ব্যাট হাতে ব্যর্থ হ‌ওয়ায় তাকে তৃতীয় ম্যাচে একাদশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।‌ ফলে ২ কোটি টাকার বেস প্রাইসে এই তারকাকে কেনার আগ্ৰহ প্রকাশ নাও করতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।

Read More: ‘দুই পয়সার অধিনায়ক ..’, সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *