আইপিএল ২০১৭ এখন জমে উঠেছে পুরোদমে। বেশকিছু সমানে সমানে লড়াইয়ের ফলে ইতিমধ্যেই, এই লিগের আসল রোমাঞ্চ নিজের খোলস ছাড়াতে শুরু করেছে। ভারতীয় এই বিলাসবহুল টুর্নামেন্ট এখনও প্রায় একমাস ধরে চলবে। তাই রোমাঞ্চের আসল পর্বটা এখনও আসতে বাকি। এই পর্যায়ে দাঁড়িয়ে গত বারের কিছু শক্তিশালী দল খারাপ প্রদর্শন করে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। আবার যে […]