TOP 3: এমন ৩ জন তারকা যারা আসন্ন আইপিএলের মিনি নিলামে এবার অবিক্রিত থেকে যাবেন !! 1

২) স্টিভ স্মিথ-

TOP 3: এমন ৩ জন তারকা যারা আসন্ন আইপিএলের মিনি নিলামে এবার অবিক্রিত থেকে যাবেন !! 2
Steve Smith | Image: Twitter

অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ (Steve Smith)। তিনি অধিনায়ক হিসেবেও সফলতা অর্জন করেছেন। তবে বর্তমানে ক্রিকেট জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন তিনি। এই বছর ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। অন্যদিকে তাকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে গত বছর ফেব্রুয়ারি মাসে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল। ২০২৫ আইপিএলের মেগা নিলামে তিনি কেন উইলিয়ামসন (Kane Williamson), ডেভিড ওয়ার্নারের (David Warner) মতো বড়ো নামের সঙ্গে অবিক্রিত থেকে যান। আসন্ন নিলামে স্টিভ স্মিথকে ২ কোটি টাকার বেস প্রাইসে রাখা হয়েছে। অনেকেই মনে করছেন তাকে দলে নেওয়ার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্ৰহ প্রকাশ করবেন না। উল্লেখ্য এই অজি তারকা শেষবার ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন। তার আইপিএলে ১০৩ ম্যাচে মোট ২,৪৮৫ রান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *