১) ভেঙ্কটেশ আইয়ার-

ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নিজের পরিচয় তৈরি করেছেন। গত বছর এই দল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এই তারকা প্লে অফে এবং ফাইনালে দুরন্ত অর্ধশতরান করেন। এর ফলে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে দলে ফিরিয়ে আনে কলকাতা। কিন্তু টুর্নামেন্ট জুড়ে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে দলকে বিপদের মুখে ফেলে দেন। ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেন। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪০’এর নিচে। এই কারণে তাকে কেকেআর ২০২৬ আইপিএলের আগে ছেড়ে দিয়েছে। নিলামে ভেঙ্কটেশকে রাখা হয়েছে ২ কোটি টাকার বেস প্রাইস ক্যাটাগরিতে। ফলে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া এই তারকা এই বছর আনসোল্ড থেকে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।