three-indians-in-espn-best-t20-xi

শেষের পথে ২০২৩। বাকি আর মাত্র এক দিন। নতুন বছরকে স্বাগত জানানোর আগে পুরনো বছরকে ফিরে দেখার পথে হাঁটছে ক্রিকেটদুনিয়া। ২০২৩ সাল ক্রিকেটের জন্য ছিলো এক জমজমাট বছর। টেস্ট, একদিনের ক্রিকেট হোক বা টি-২০, এক ঝাঁক দুর্দান্ত ম্যাচ দেখার অভিজ্ঞতা হয়েছে বিশ্বব্যপী ছড়িয়ে থাকা অনুরাগীদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওডিআই বিশ্বকাপ, এশিয়া কাপের মত বড় প্রতিযোগিতার ভীড়ে এবার খানিক পিছনের সারিতেই ছিলো টি-২০ ক্রিকেট। মূলত দ্বিপাক্ষিক সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট চোখে পড়েছে ২০২৩-এ। গোটা বছরের পারফর্ম্যান্সের পর্যালোচনার পর সেরা এগারো বেছে নিলো জনপ্রিয় ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। দলে সুযোগ পেয়েছেন তিন ভারতীয়।

Read More: SA vs IND: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল দল, চোট পেয়ে কেপটাউনে নেই এই তারকা ক্রিকেটার !!

অধিনায়ক দু প্লেসি, দলে সূর্য, শুভমান-

Faf Du Plessis | ক্রিকেট | Image: Getty Images
Faf Du Plessis | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ফাফ দু প্লেসি (Faf Du Plessis)। প্রোটিয়া কিংবদন্তি  বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন বর্তমানে। জাতীয় দলের হয়ে মাঠে না নেমেও ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টি-২০ দলে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁকেই অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। দু প্লেসির জায়গা পাওয়ার পিছনে প্রধান কারণ তাঁর আইপিএল পারফর্ম্যান্স। ১৪ ম্যাচে প্রায় ৫৭ গড়ে তিনি ৭৩০ রান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তারই পুরষ্কার পেলেন দু প্লেসি। ওপেনিং-এ তাঁর সঙ্গী হচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ বাম হাতি ব্যাটার ৬২৫ রান করেছেন আইপিএলে। আন্তর্জাতিক আঙিনাতেও শতরান করেছেন এশিয়ান গেমসে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান করেছেন।

২০২৩-এ ক্রিকেটের তিন ফর্ম্যাটেই চমৎকার খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছেন আন্তর্জাতিক শতরান। আইপিএলে তিন শতরান সহ প্রায় ৬০ গড়ে করেছেন ৮৯০ রান। হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন নম্বরে শুভমানের জায়গা পাওয়া নিয়ে সন্দেহের অবকাশ নেই কোনো। চারে থাকছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আন্তর্জাতিক টি-২০তে প্রায় ১৫৬ স্ট্রাইক রেট ও ২ শতরান সহ ৭৩৩ রান তিনি করেছেন ২০২৩ সালে। সাথে আইপিএলের আঙিনাতে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে সূর্যের সংগ্রহ ১৬ ম্যাচে ৬০৫ রান। স্ট্রাইক রেট ১৮১.১৩। মিস্টার ৩৬০’ও তাই টি-২০ একাদশে ‘অটোমেটিক চয়েজ।’ ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত একাদশে পাঁচ নম্বরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ভারতের বিরুদ্ধে টি-২০ শতরান করেছেন তিনি। আইপিএলেও মিডল অর্ডারে করেছেন ৪০০ রান।

চমক ক্লাসেন, ধারাবাহিকতার পুরষ্কার পেলেন রাজা-

Heinrich Klaasen | ক্রিকেট | Image: Getty Images
Heinrich Klaasen | Image: Getty Images

ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত দলে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (Heirich Klaasen)। সাদা বলের ক্রিকেটে ২০২৩ সালে বিস্ফোরক ক্রিকেট খেলতে দেখা গিয়েছে ক্লাসেনকে। আইপিএলে মাত্র ১২ ম্যাচ খেলেন ৪৪৮ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৪৯.৭৭। ১টি শতরান ও ২টি অর্ধশতরান’ও করেছিলেন তিনি। স্ট্রাইক রেটের নিরিখে পিছনে ফেলেছিলেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েলদের’ও (Glenn Maxwell)। ক্লাসেনের ১৭৭.০৭ স্ট্রাইক রেটের থেকে এগিয়ে ছিলেন কেবল টি-২০’র ‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ২৪ ম্যাচে ১৪১ স্ট্রাইক রেটে ৯২৭ করেছেন তিনি। যা বাকিদের থেকে আলাদা করেছে ক্লাসেনকে।

অলরাউন্ডার হিসেবে একাদশে সুযোগ হয়েছে সিকান্দার রাজার (Sikandar Raza)। দেশের হয়ে ব্যাট হাতে ১৭টি-২০তে প্রায় ৫২ গড়ে তিনি করেছেন ৫১৫ রান। স্ট্রাইক রেট ছিলো ১৫০-এর বেশী। ৬টি অর্ধশতক’ও এসেছে পাক বংশোদ্ভুত শেভ্রন ক্রিকেটারের ব্যাট থেকে। এছাড়াও বল হাতে সিকান্দার রাজার শিকার সংখ্যা ১২ ম্যাচে ১৭। মাত্র ১৪.৪৪ বোলিং গড় বজায় রেখেছেন তিনি। ইকোনমি’ও মাত্র ৬.৫৭। স্ট্রাইক রেট ছিলো ১৩.৫। আন্তর্জাতিক ক্রিকেটের মত ফ্র্যাঞ্চাইজি লীগেও ভালো পারফর্ম করেছেন সিকান্দার রাজা। আইপিএলেও পাঞ্জাব কিংসের (PBKS) অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি।

বোলিং বিভাগে জায়গা হয় নি কোনো ভারতীয়র-

Mohammed Shami and Rashid Khan | ক্রিকেট | Image: Getty Images
Mohammed Shami and Rashid Khan | Image: Getty Images

ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত সেরা টি-২০ একাদশে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan)। তারকা লেগস্পিনার জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে ৫.৩৪ ইকোনমি রেটে নিয়েছেন ৮ উইকেট। সাথে সাথে আইপিএল বা পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি লীগেও অনবদ্য পারফর্ম করেছেন তিনি। গুজরাত টাইটান্স (GT) জার্সিতে তুলে নিয়েছেন ১৭ ম্যাচে ২৭ উইকেট। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়েও ১১ ম্যাচে ১৪.০৫ গড়ে ২০ উইকেট ঝুলিতে ভরেছেন তিনি। দুই লীগেই তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন রশিদ খান। বোলিং বিভাগে থাকছেন অজি পেসার ড্যানিয়েল স্যামস’ও। বিগ ব্যাশের মত লীগে অনবদ্য পারফর্ম করছেন স্যামস (Daniel Sams)। ৪ ম্যাচে ১২.৩০ গড়ে ১০ উইকেট নিয়েছেন এখনও অবধি।

স্যামসের সাথে আরও দুই পেসারকে রাখা হয়েছে একাদশে। পাকিস্তানের বাম হাতি পেসার শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) ঠাঁই হয়েছে। অধিনায়ক হিসেবে লাহোর কালান্দার্সকে সাফল্য দিয়েছেন শাহীন। জিতিয়েছেন দ্বিতীয় ট্রফি। সাথে ১২ ম্যাচে ১৯ উইকেট’ও নিয়েছেন তিনি। ২১.১৫-এর বোলিং গড়ে হাত ঘুরিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। নতুন বলে শাহীনের সাথে জুটি বাঁধতে দেখা যাবে নাথান এলিসকে (Nathan Ellis)। অস্ট্রেলীয় তরুণ পেসার বিগ ব্যাশে নজর কেড়েছেন। গত মরসুমে ১৪ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। এই বছর আপাতত ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে হোবার্ট হারিকেনসের নেতা নির্বাচিত করা হয়েছে।

এক নজরে টি-২০ ক্রিকেটের সেরা একাদশ-

ফাফ দু প্লেসি (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, রশিদ খান, ড্যানিয়েল স্যামস, শাহীন শাহ আফ্রিদি, নাথান এলিস।

Also Read: IPL 2024: আইপিএল শুরুর আগে সমস্যায় দিল্লি ক্যাপিটালস, এই খেলোয়াড়ের হচ্ছে হাজতবাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *