চলতি মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকার। নিজের প্রথম পেশাদার সিনিয়র টুর্নামেন্টে সেভাবে পারফর্ম করতে না পারলেও, এবার আরও বড় পদক্ষেপ নিলেন সচিন পুত্র। প্রথমবারের মতো আইপিএল নিলামে দেখা যাবে এই অলরাউন্ডারকে। যদিও সিনিয়র স্তরে অর্জুনের পারফর্মেন্স খুব একটা বিশেষ হয়নি, তবে অর্জুন তার বেস প্রাইস রেখেছেন ২০ লাখ টাকা।
এদিকে আগামী ১৮ ফেব্রুয়ারী চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়া নিলামে আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি নিতে পারে সচিন পুত্রকে, সে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে যা খবর, তাতে অর্জুন তেন্ডুলকরকে নিতে চলেছে পাচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্সের প্রশিক্ষণ অধিবেশনেও হাজির হয়েছেন অর্জুন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির সময় অর্জুন তেন্ডুলকার তার টি-২০ অভিষেক করেছিলেন, হরিয়ানার বিপক্ষে মুম্বইয়ের হয়ে ১/৪৪ তুলেছিলেন। তিনি পুডুচেরির বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলেছিলেন, সেই ম্যাচে তার ফিগার ছিল ১/৩৩। জানা গিয়েছে, বেস প্রাইসে অর্জুন তেন্ডুলকরকে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।
নিলামে মোট ১০৯৯ জন খেলোয়াড় অংশ নেবেন, যার মধ্যে কেরালার ফাস্ট বোলার এস শ্রীসন্তও রয়েছেন, যিনি এক মাস আগে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই তার মূল মূল্য নির্ধারণ করেছিলেন ৭৫ লক্ষ টাকা।